‘বর্তমান সরকারকে আওয়ামী ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে’
- খাগড়াছড়ি প্রতিনিধি
- ১১ ডিসেম্বর ২০২৪, ২০:৩৯
বর্তমান সরকারকে দুর্নীতি, সন্ত্রাস ও আওয়ামী ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে বলে মন্তব্য করেছেন কুমিল্লা মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্য সুপ্রীম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী।
বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে খাগড়াছড়ির দীঘিনালা কলেজ মাঠে জামায়াতের কর্মী ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘জামায়াত একটি আদর্শিক দল যেখানে কোনো বৈষম্য নেই, কোনো সন্ত্রাস নেই, কোনো অন্যায় অত্যাচার নেই। বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন চলছে। ইসলাম ছাড়া বৈষম্য দূর করার সুযোগ নেই। জামায়াত সুন্দর ও আদর্শ এবং মেহেনতি মানুষের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়।’
সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মিনহাজুর রহমান, জেলা বায়তুলমাল সম্পাদক মো: ইউসুফ, সদর উপজেলা আমির মো: ইলিয়াস, পানছড়ি উপজেলা আমির জাকির হোসেন, লংগদু উপজেলা আমির মাওলানা নাসির উদ্দিন প্রমুখ।
এ সময় সমাবেশে জামায়াতে ইসলামীর দীঘিনালা উপজেলার বিভিন্ন শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা