১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সরাইলে জামায়াতের দোয়া মাহফিল অনুষ্ঠিত

সরাইলে জামায়াতের দোয়া মাহফিল অনুষ্ঠিত - ছবি : নয়া দিগন্ত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে সরাইল উপজেলা জামায়াতের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

সরাইল উপজেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মনিরুজ্জামান-এর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন কুমিল্লা নাগাইশ দরবার শরীফের পীর সাহেব মাওলানা মোশতাক ফয়েজী।

প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোবারক হোসাইন। বিশেষ অতিথি ছিলেন সরাইল উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো: আনিছুল ইসলাম ঠাকুর, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, উপজেলা জামায়াতের সাবেক সভাপতি মাওলানা কুতুবউদ্দিন, সরাইল উপজেলা জামায়াতের সেক্রেটারি এনাম খা প্রমুখ।

বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের স্মৃতিচারণ করে বক্তারা স্বাধীন বাংলাদেশের অর্জন ও ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আন্দোলনের গুরুত্ব তুলে ধরেন।

বক্তারা বলেন, হাজারো ছাত্র-জনতার তাজা রক্তের বিনিময়ে আজকের বাংলাদেশ স্বাধীন হয়েছে। তবে এই স্বাধীনতা পেতে গিয়ে অনেক ছাত্র-জনতা আহত ও পঙ্গু হয়েছেন।

বক্তারা আরো বলেন, শহীদদের রক্ত বৃথা যেতে দেয়া যাবে না। একটি সুখী, সমৃদ্ধ ও শোষণমুক্ত বাংলাদেশ গড়তে সকল দেশপ্রেমিক নাগরিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এছাড়া তারা ইনসাফভিত্তিক, বৈষম্যহীনএবং শোষণমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানান। জামায়াতে ইসলামীকে শক্তিশালী করার জন্য সকল দেশ প্রেমিক নাগরিকদের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।

আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

 


আরো সংবাদ



premium cement