০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ন ১৪৩১,
`

‘ছাত্র-জনতা রক্ত দিয়ে আমাদের দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে’

- ছবি : নয়া দিগন্ত

ছাত্র-জনতা রক্ত দিয়ে আমাদের দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে মন্তব্য করে ফেনীতে জুলাই বিপ্লবে হতাহতদের স্মরণে এক আলোচনা সভায় বক্তারা বলেছেন, ‘মুক্তিযুদ্ধ ছাড়া এমন অভ্যুত্থানের সাক্ষী জাতি আর কখনো হয়নি। বিগত ফ্যাসিস্ট সরকার দেশে ন্যায়বিচার ও সুশাসন নষ্ট করেছিল। জুলাই ছাত্র-জনতার আন্দোলনের এ অর্জন সমুন্নত রাখার দায়িত্ব সকলের।’

বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে শহীদ ও আহতদের স্মরণে 'গণঅভ্যুত্থান : বীরত্বগাঁথা' শীর্ষক এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ এনামুল হক খন্দকার।

এ সময় বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সাবেক জেলা আমির অধ্যাপক লিয়াকত আলী ভূঞা বলেন, ‘ফ্যাসিবাদ, জুলুম, অন্যায়ের বিরুদ্ধে এ সংগ্রাম দীর্ঘ দিনের। এ আন্দোলনে অস্ত্র ছাড়া ছাত্র-জনতা নিজেদের বুক পেতে দিয়েছিল। এখানে দলীয় কোনো ক্রেডিট নেই। বিভিন্ন পেশাজীবি মানুষজন এখানে যুক্ত হয়ে আন্দোলনকে এগিয়ে নিয়েছেন। এ বিজয় যেন ব্যর্থ না হয় সেজন্য সচেতন থাকতে হবে। এখন বিভিন্ন ষড়যন্ত্র চলছে। কোনো গুজবে কান দেয়া যাবে না। কোনোভাবেই বিশৃঙ্খলা করা যাবে না। সকল রক্তচক্ষু উপেক্ষা করে সাংবাদিকদের সবসময় কলম ধরতে হবে।’

রিপোর্টার্স ইউনিটির সভাপতি শুকদেব নাথ তপনের সভাপতিত্বে বক্তব্য দেন ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন।

ইউনিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু জাফর ভূঁইয়ার পরিচালনায় এতে আরো বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, জেএসডির সভাপতি হীরালাল চক্রবর্তী, জেলা জামায়াতের প্রচার সম্পাদক আ ন ম আব্দুর রহিম, এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য প্রকৌশলী শাহ আলম বাদল, রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি আরিফুল আমিন রিজভী, শহীদ সরোয়ার জাহান মাসুদের চাচাতো ভাই মোরশেদ আলম, শহীদ মাহবুবুল হাসান মাসুমের ভাই মঞ্জুরুল হাসান ও ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন।

অনুষ্ঠানে ফেনীতে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের মধ্য থেকে বেশ কয়েকজনকে রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে উপহার তুলে দেয়া হয়। এ সময় রিপোর্টার্স ইউনিটির কার্যকরী কমিটির সদস্য, ফেনীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement