০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ন ১৪৩১,
`

ছাগল চুরির দায়ে ৩ জনকে গণধোলাই, পুলিশে সোপর্দ

ছাগল চুরির দায়ে তিনজনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে - ছবি : নয়া দিগন্ত

চট্টগ্রামের পটিয়ায় ছাগল চুরির দায়ে তিনজনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার ছনহরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দাসেরপাড়া পুকুর পাড়ে এ ঘটনা ঘটে।

গণধোলাইয়ের শিকার হয়েছেন আনোয়ারার মালঘর বাজারের আব্দুল জলিলের ছেলে শাহেদুল ইসলাম (২৫), আনোয়ারার বরুমচড়া মো: ফরিদের ছেলে মুহম্মদ রুবেল (২৪) ও শেয়ার আলীর ছেলে মো: সোলায়মান (২৫)।

পটিয়া থানার পুলিশ পরিদর্শক আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুর এ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ব্যাপারে ছাগলের মালিক বাচ্চু দাস একটি মামলা দায়ের করেছেন।’


আরো সংবাদ



premium cement