১০ ডিসেম্বর ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

আলিফের খুনিরা যত ক্ষমতাশালী হোক তাদের বিচার হবেই : অ্যাটর্নি জেনারেল

বক্তব্য দিচ্ছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান - ছবি : নয়া দিগন্ত

আলিফের খুনিরা যত ক্ষমতাশালী হোক তাদের বিচার হবেই মন্তব্য করে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, ‘আলিফের খুনিরা যেই হোক, যত ক্ষমতাশালী হোক তারা আইনের বাইরে যেতে পারবে না বলে প্রতিশ্রুতি দিচ্ছি।’

তিনি বলেন, ‘আমরা আইনজীবী সাইফুল ইসলাম আলিফের পরিবার, গ্রামবাসী, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্খীদের দীপ্ত কণ্ঠে জানাতে চাই, আলিফ বাংলাদেশ বার কাউন্সিলের ৭০ হাজার আইনজীবী পরিবারের সদস্য, তাদের ভাই, বন্ধু, সহকর্মী ও সহযোদ্ধা।’

বুধবার (৪ ডিসেম্বর) দুপুর ২টার দিকে আলিফের গ্রামের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি ইউনিয়নের ফারাঙ্গা গ্রামে তার কবর জেয়ারত শেষে তিনি এসব কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ‘বাংলাদেশ বার কাউন্সিল আপনাদের কাছে, আলিফের গ্রামবাসীর কাছে, পিতার কাছে, বন্ধু-বান্ধবের কাছে, তার বেড়ে ওঠার সাথীদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ যে আলিফের হত্যাকারী প্রকৃত খুনিদের বিচার আমরা করবই।’

তিনি বলেন, ‘আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, সর্বোচ্চ ব্যবস্থা নেয়ার জন্য যা যা করণীয় আমরা সেটা করছি। আমরা আপনাদের কাছে দৃঢ়তার সাথে বলছি, বাংলাদেশ বার কাউন্সিলের যে কারো কাছে যেকোনো সময় আলিফের পরিবারের কেউ যোগাযোগ করলে আরেকটি পরিবার হিসেবে আমরা আপনাদের পাশে থাকব।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘খুনিরও অধিকার আছে আইনের আশ্রয় নেয়ার। কাউকে যদি আইনি সহযোগিতা পেতে বাধা দেয়া হয় সেই বিষয়টি আমরা খতিয়ে দেখব। এ সময় ইসকন নিষিদ্ধের বিষয়টি সরকারের পলিসির বিষয় বলেও উল্লেখ করেন তিনি।’

এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন, সাবেক সভাপতি জয়নুল আবেদীন, চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমির ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিলন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরিদ উদ্দীন খান, লোহাগাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল মোস্তফা আমিন ও লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইনামুল হাসান প্রমুখ।


আরো সংবাদ



premium cement
এশিয়া কাপ নিয়ে দেশে ফিরেছেন তামিম-ইমনরা গুয়াহাটিতে বাংলাদেশের আন্তর্জাতিক ব্যাডমিন্টন আম্পায়ারের মৃত্যু: তামাবিলে লাশ হস্তান্তর সিরিয়ায় ইসরাইলের ভূমি দখলের নিন্দা কাতারের সিরিয়ার সাথে সীমান্ত গেট খুলে দেবে তুরস্ক এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল শাহবাগীদের বিচার চাইতে ব্যর্থতার পরিচয় দেয়ায় জনরোষে জামায়াত আমির জাতীয় নাগরিক কমিটির সাংগঠনিক কাঠামো পুনর্গঠন মধ্য ইসরাইলে হাউসি বিদ্রোহীদের হামলা ঢাকা-দিল্লি সম্পর্কের মেঘ পরিষ্কার করতে চায় ভারত : রিজওয়ানা স্বামীর মৃত্যুর খবর শুনে মারা গেলেন স্ত্রীও ফরিদপুরে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

সকল