০৬ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১,
`

আলিফের খুনিরা যত ক্ষমতাশালী হোক তাদের বিচার হবেই : অ্যাটর্নি জেনারেল

বক্তব্য দিচ্ছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান - ছবি : নয়া দিগন্ত

আলিফের খুনিরা যত ক্ষমতাশালী হোক তাদের বিচার হবেই মন্তব্য করে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, ‘আলিফের খুনিরা যেই হোক, যত ক্ষমতাশালী হোক তারা আইনের বাইরে যেতে পারবে না বলে প্রতিশ্রুতি দিচ্ছি।’

তিনি বলেন, ‘আমরা আইনজীবী সাইফুল ইসলাম আলিফের পরিবার, গ্রামবাসী, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্খীদের দীপ্ত কণ্ঠে জানাতে চাই, আলিফ বাংলাদেশ বার কাউন্সিলের ৭০ হাজার আইনজীবী পরিবারের সদস্য, তাদের ভাই, বন্ধু, সহকর্মী ও সহযোদ্ধা।’

বুধবার (৪ ডিসেম্বর) দুপুর ২টার দিকে আলিফের গ্রামের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি ইউনিয়নের ফারাঙ্গা গ্রামে তার কবর জেয়ারত শেষে তিনি এসব কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ‘বাংলাদেশ বার কাউন্সিল আপনাদের কাছে, আলিফের গ্রামবাসীর কাছে, পিতার কাছে, বন্ধু-বান্ধবের কাছে, তার বেড়ে ওঠার সাথীদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ যে আলিফের হত্যাকারী প্রকৃত খুনিদের বিচার আমরা করবই।’

তিনি বলেন, ‘আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, সর্বোচ্চ ব্যবস্থা নেয়ার জন্য যা যা করণীয় আমরা সেটা করছি। আমরা আপনাদের কাছে দৃঢ়তার সাথে বলছি, বাংলাদেশ বার কাউন্সিলের যে কারো কাছে যেকোনো সময় আলিফের পরিবারের কেউ যোগাযোগ করলে আরেকটি পরিবার হিসেবে আমরা আপনাদের পাশে থাকব।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘খুনিরও অধিকার আছে আইনের আশ্রয় নেয়ার। কাউকে যদি আইনি সহযোগিতা পেতে বাধা দেয়া হয় সেই বিষয়টি আমরা খতিয়ে দেখব। এ সময় ইসকন নিষিদ্ধের বিষয়টি সরকারের পলিসির বিষয় বলেও উল্লেখ করেন তিনি।’

এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন, সাবেক সভাপতি জয়নুল আবেদীন, চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমির ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিলন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরিদ উদ্দীন খান, লোহাগাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল মোস্তফা আমিন ও লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইনামুল হাসান প্রমুখ।


আরো সংবাদ



premium cement
আইনজীবী আলিফ হত্যা : ৭ দিনের রিমান্ডে চন্দন কয়েক সপ্তাহ পর আবারো গাজায় যুদ্ধবিরতির আলোচনা শুরু বাবরি মসজিদ ভাঙা দিবসে তালায় বিক্ষোভ মিছিল কলকাতায় ‘বাংলাদেশী রোগী না দেখার’ ঘোষণার বিরোধিতা, হাসপাতাল ব্যবসায় মন্দা ইন্দুরকানীকে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখতে ৬৫ মসজিদে পুলিশ সুপারের বার্তা ভারতে জাতীয় পতাকা পোড়ানোর প্রতিবাদে রংপুরে বিক্ষোভ ইরানের নার্গিস মোহাম্মদীর নিঃশর্ত মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ওয়েলিংটনে ইংল্যান্ডের বিপক্ষে চাপে নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের আগে চোটের থাবা ওয়েস্ট ইন্ডিজ দলে কক্সবাজারে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন রোববার নাকের অপারেশনের জন্য গদি হারাতে বসেছেন যে প্রেসিডেন্ট

সকল