মিরসরাইয়ে আ’লীগের ইউপি চেয়ারম্যানসহ ২ জন গ্রেফতার
- মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
- ০২ ডিসেম্বর ২০২৪, ০০:১৫
চট্টগ্রামের মিরসরাইয়ে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১ ডিসেম্বর) ভোরে চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেফতার হয়।
আটকরা হলেন জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: রেজাউল করিম মাস্টার এবং জোরারগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত দীপ্তেশ রায় জানান, ‘রেজাউল করিম মাস্টার ও মোশারফ হোসেনকে চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এরপর তাদের মিরসরাই থানায় হস্তান্তর করা হয়। রেজাউল করিমের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মিরসরাই থানায় তিনটি ও জোরারগঞ্জ থানায় একটি মামলা রয়েছে। রোববার বিকেলে তাদের আদালতে পাঠানো হয়েছে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা