রাঙ্গুনিয়ায় প্রতিপক্ষের হামলায় নিহত ১
- রাঙ্গুনিয়া-কাপ্তাই (চট্টগ্রাম) সংবাদদাতা
- ০২ ডিসেম্বর ২০২৪, ০০:০৯
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দু’গ্রুপের সংঘর্ষে মো: মামুন চৌধুরী (৪০) নামে একজন নিহত হয়েছেন।
রোববার (১ ডিসেম্বর) রাতে উপজেলার সরফভাটার ইত্যাদি চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত চারজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত মামুন সরফভাটা পাঁচ নম্বর ওয়ার্ড মেহের বাপের বাড়ির বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের ছেলে বলে জানা গেছে।
জানা গেছে, উপজেলার সরফভাটায় গত শনিবার সিএনজিচালিত অটোরিকশার সাথে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটে। এর জের ধরে সরফভাটা মেহের বাপের বাড়ির সাথে তিন পাড়ার মধ্যে উত্তেজনা বিরাজ করে। রোববার সন্ধ্যায় বিষয়টি সমাধান করতে বৈঠকে বসলে দু’এলাকার লোকজন বাকবিতন্ডায় লিপ্ত হয়। একপর্যায়ে দু’গ্রুপের মাঝে দেশীয় অস্ত্র হাতে সংঘর্ষের ঘটনা ঘটে।
রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাহেদুল ইসলাম বলেন, ‘দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন মারা গেছেন। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা