মহেশখালীতে ৪টি আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেফতার
- কক্সবাজার অফিস
- ০১ ডিসেম্বর ২০২৪, ১৫:২০
কক্সবাজারের মহেশখালীতে জি থ্রি রাইফেলসহ চারটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ সময় সাজেদ (২৬) নামে এক যুব্ককে গ্রেফতার করা হয়েছে।
রোববার (১ ডিসেম্বর) দুপুর ১২টায় কক্সবাজার জেলা পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে মহেশখালী থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের বড় ডেইল এলাকায় অভিযান চালায়। এসময় চারটি অস্ত্রসহ সাজেদ (২৬) নামক একজন অস্ত্রকারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সাজেদ ওই এলাকার শুক্কুর আলীর ছেলে।
তিনি আরো জানান, উদ্ধার আগ্নেয়াস্ত্রের মধ্যে একটি জি থ্রি রাইফেল, একটি দো’নলা বন্দুক, একটি এক নালা বন্দুক, একটি এলজি ও ১০ রাউন্ড গুলি রয়েছে।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইছার হামিদ জানান, গ্রেফতার ব্যক্তি একজন অস্ত্রকারবারি। তার কাছ থেকে ভারী অস্ত্রের পাশাপাশি বিপুল পরিমাণে গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় মহেশখালী থানায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা