‘উগ্রবাদী ইসকনের অপতৎপরতা এ দেশে চলতে দেয়া যাবে না’
- এম এ করিম, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
- ২৯ নভেম্বর ২০২৪, ১৬:১৫
উগ্রবাদী ইসকনের অপতৎপরতা এ দেশে চলতে দেয়া যাবে না মন্তব্য করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তৌহিদি জনতার বিক্ষোভ মিছিলে আলেমরা বলেছেন, ‘হিন্দুরা এদেশের নাগরিক। তারাও নিজ নিজ জায়গায় তাদের ধর্ম পালন করবে। এতে কারো কোনো আপত্তি নেই। তবে ইসকন নামে উগ্রবাদী সংগঠনের অপতৎপরতা এ দেশে আর চলতে দেয়া যাবে না। অবিলম্বে বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।’
শুক্রবার (২৯ নভেম্বর) জুমার নামাজের পর সরাইল বিকাল বাজার শাহী জামে মসজিদ থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়।
এ সময় আলেমরা চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকারীদের দ্রুত বিচার ও ইসকন নিষিদ্ধের দাবি জানান।
উপজেলার প্রধান সড়কে বিক্ষোভ মিছিল শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে প্রতিবাদ সমাবেশ করা হয়।
এ সময় মাওলানা শেখ আমান উল্লাহ, মাওলানা কুতুব উদ্দিন ও মাওলানা মঈনুল ইসলামসহ অসংখ্য আলেম ও তৌহিদি জনতা মিছিল ও বিক্ষোভ সমাবেশে অংশ নেয়।