রাঙ্গামাটিতে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ১
- রাঙ্গামাটি প্রতিনিধি
- ২৯ নভেম্বর ২০২৪, ১৫:১০
রাঙ্গামাটিতে বাস ও সিএনজিচালিত-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে পাইমে মারমা (৪০) নামের এক নারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরো চারজন।
শুক্রবার (২৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে জেলার বাঙ্গালহালিয়া-চন্দ্রঘোনা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পাইমে মারমা বান্দরবানের ঘোরাইঅং পাড়ার বাসিন্দা ক্যাসিংনু মারমার মেয়ে এবং বান্দরবানের বালাঘাটা এলাকার পরলোকগত মংক্য মারমার স্ত্রী।
চন্দ্রঘোনা থানা পুলিশের বরাত দিয়ে রাজস্থলীর স্থানীয় সাংবাদিক হারাধন কর্মকার জানান, খুলনা থেকে চট্টগ্রাম হয়ে বান্দরবান যাচ্ছিল আরমান পর্যটক পরিবহনের একটি বাস। পথে বাঙ্গালহালিয়া পুলিশ ফাঁড়ির কাছে মোটরসাইকেল গ্যারেজে সামনে মোড় ঘুরতে গেলে বান্দরবন থেকে চন্দ্রঘোনাগামী অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন পাইমে মারমা। এছাড়া অটোরিকশায় থাকা আরো চারজন আহত হয়। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহজাহান কামাল জানান, দুর্ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা