নোয়াখালীতে পিলখানায় হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে বিক্ষোভ
- মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস
- ২৭ নভেম্বর ২০২৪, ২৩:০৩
পরিকল্পিত পিলখানা হত্যার সুষ্ঠু বিচার নিরপরাধ লোকদের জেল থেকে মুক্তি ও চাকরিচ্যুত সদস্যদের পুনর্বহালের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদস্যরা।
বুধবার (২৭ নভেম্বর) দুপুরের দিকে নোয়াখালী জেলা বিডিআর কল্যাণ পরিষদের উদ্যোগে এ বিক্ষোভ ও মানববন্ধন করা হয়।
বিডিআর সদস্যরা বলেন, এ ঘটনায় আমরা ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন দেশপ্রেমিক বিডিআর সদস্য হারিয়েছি। আমরা জয় বাংলা স্লোগান না দেয়ায় ১৮ হাজারের বেশি নিরপরাধ সদস্যদের জেলে পাঠিয়েছে। শত শত সদস্যকে চাকরিচ্যুত করে বাড়িতে পাঠিয়েছে। গত ১৫ বছর মানবেতর জীবন-যাপন করছি। এ সময় পিলখানায় হত্যার সুষ্ঠু তদন্ত, বিচার ও চাকরিচ্যুত সদস্যদের পুনরায় চাকরিতে বহালের দাবি জানান তারা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা