ইসকন নিষিদ্ধের দাবিতে বুড়িচংয়ে ছাত্র-জনতার মিছিল
- বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা
- ২৭ নভেম্বর ২০২৪, ১৯:৩৪
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গলাকেটে হত্যার প্রতিবাদে বিচার ও উগ্র সংগঠন ইসকনকে অবিলম্বে নিষিদ্ধের দাবিতে কুমিল্লার বুড়িচং উপজেলায় ছাত্র-জনতা মিছিল করেছে।
বুধবার (২৭ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলা কমপ্লেক্স জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে সরকারি হাসপাতাল গেটে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলা যুগ্ম সদস্য সচিব মো: তারিকুল ইসলাম পিয়াসের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলার যুগ্ম সমন্বয়ক ছাব্বির আহম্মেদ, শাকিল আহম্মেদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বু্ড়িচং উপজেলা সেক্রেটারি মাওলানা জাকারিয়া খান।
এছাড়া সহকারী সেক্রেটারি মো: জয়নাল আবেদীন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বুড়িচং সদর ইউনিয়নের সেক্রেটারি মো: তাজুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য রিফাত আহম্মদ, বুড়িচং উপজেলা প্রতিনিধি মো: সুমন মিয়া, মো: রিফাত আহম্মেদ, মো: আরিফ আহম্মেদ প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা