২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ভারতে পালানোর সময় দ্বৈতনাগরিক পুরোহিত আটক

ভারতে পালানোর সময় দ্বৈতনাগরিক পুরোহিত আটক - ছবি : নয়া দিগন্ত

চট্টগ্রামের মিরসরাই সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় আশিষ পুরোহিত (৬৫) নামে এক দ্বৈতনাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় ফেনী ব্যাটালিয়ন ৪ -এর মিরসরাই উপজেলার করেরহাট অলিনগর সীমান্ত এলাকার বাংলাদেশের ভেতর থেকে আটক করা হয়।

আটক আশিষ পুরোহিত চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এস এ চৌধুরী লেনের পরলোকগত নির্মল চন্দ্র পুরোহিতের ছেলে।

ফেনী বিজিবি ৪ -এর পরিচালক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, ‘অবৈধভাবে ভারতে গমনকালে অলিনগর সীমান্তে আশিষ পুরোহিত নামের একজনকে আটক করেছে বিজিবি। তার কাছ থেকে বাংলাদেশ ও ভারতের জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।

ভারতীয় আধার কার্ডে তার নাম ও বাবার নাম ঠিক থাকলেও ঠিকানা ছিল ভারতের। তিনি কোলকাতার পশ্চিমবঙ্গের ১৬ই নস্করপাড়া লেনের বাসিন্দা। তার আধার কার্ড নম্বর ২৪০০৩৪৩০২০৩৯। আর বাংলাদেশের জাতীয় পরিচয়পত্রের নম্বর হচ্ছে ১৫৯৪১২২৬৫৭৩০৬। যার ঠিকানা চট্টগ্রাম সিটি করপোরেশনের কোতয়ালীর এস এ চৌধুরী লেন।

তিনি আরো জানান, ‘ওই ব্যক্তি জানিয়েছেন, তিনি চিকিৎসার জন্য অবৈধভাবে ভারতে গমন করতে চেয়েছিলেন। দ্বৈতনাগরিকত্ব এবং অবৈধ পারাপারের দায়ে তাকে জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।’


আরো সংবাদ



premium cement