‘ইসকন বাংলাদেশকে ভারতের একটি অংশ করতে চায়’
- মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা
- ২৬ নভেম্বর ২০২৪, ২২:৫৮
ইসকন বাংলাদেশকে ভারতের একটি অংশ করতে চায় বলে মন্তব্য করেছেন মিরসরাই উপজেলার তৌহিদী জনতার ব্যানারে আয়োজিত বিক্ষোভ ও পথসভার বক্তারা। তারা বলেন, ইসকন নানাভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বারইয়ারহাট পৌর বাজারে এ বিক্ষোভ ও পথসভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, ‘চট্টগ্রাম আদালত এলাকায় বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় দাস ব্রহ্মচারীকে মুক্তির দাবিতে আন্দোলনকারীদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদ জানাচ্ছি।’
তারা বলেন, ‘চিন্ময় দাস গ্রেফতারের পর তারা ভারত সরকারের কাছে বাংলাদেশী ইসকনরা বিচার চেয়েছে, এটি কি রাষ্ট্রদ্রোহীতা নয়? বাংলাদেশের আইন আদালত কোথায় গিয়েছে। তারা সরকারের কাছে বিচার চাইতে পারতেন। তা না করে তারা সাইফুল ইসলামকে হত্যা করেছেন।’
তারা আরো বলেন, ‘আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা আমাদের জন্মভূমিকে প্রয়োজনে রক্ত দিয়ে আবার রক্ষা করব।’
এ সময় বক্তব্য রাখেন আহমেদ হাসান জাবের, মঞ্জুর এলাহি সৈকত এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য তাহমিদ খান প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা