কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা : তদন্তে ৪ সদস্যের কমিটি গঠন
- হাবিবুর রহমান চৌধুরী, কুমিল্লা
- ২৬ নভেম্বর ২০২৪, ২০:৫৯
কুমিল্লায় ট্রেনের ধাক্কার সাত জনের মৃত্যুর ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৬ নভেম্বর) রেলওয়ে পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগীয় সহকারী পরিবহন কর্মকর্তাকে প্রধান করে চার সদস্যের এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন সহকারী কমান্ডেন্ট, সহকারী নির্বাহী প্রকৌশলী ও সহকারী সিগনাল ইঞ্জিনিয়ার।
রেলওয়ে পূর্বাঞ্চলের ডিভিশনাল ম্যানেজার এ বি এম কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার বুড়িচং উপজেলার কালিকাপুর রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় রেলওয়ে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরান হোসেন জানান, ‘নিহতদের পরিবারের দাবির প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশগুলো তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা