২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আ’লীগ ইসলামী আদর্শকে জঙ্গিবাদ বলে এখন জঙ্গি ও সন্ত্রাসী হয়ে দেশ ছেড়ে পালিয়েছে : আলাউদ্দিন সিকদার

- ছবি : প্রতীকী

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা আমির আলাউদ্দিন সিকদার বলেছেন, ‘বিগত ষোলটি বছর আওয়ামী লীগ আমাদেরকে রাসূলের সর্বোত্তম এ আদর্শ বাস্তবায়নে জনমত গঠনে কাজ করতে বাধা দিয়েছিল। ফ্যাসিস্ট ও স্বৈরাচারী আ'লীগ রাসূলের আদর্শ ও ইসলামী গ্রন্থকে জঙ্গিবাদ বলেছিল তারাই এখন জঙ্গি ও সন্ত্রাসী হয়ে দেশ ছেড়ে পালিয়েছে।’

তিনি বলেন, ‘আমরা মসজিদে রাসূলের আদর্শ মানি বলে সেখানে শান্তি। আমরা যদি অশান্তির সমাজ ও রাষ্ট্রে আল্লাহর আইন ও রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে পারি তাহলে সামগ্রিকভাবে সমাজ হবে একটি সুন্দর সমাজ, এ সমাজ হবে একটি মানবিক ও কল্যাণের সমাজ। যে সমাজে কোনো দ্বন্দ্ব হানাহানি থাকবে না। একে অপরের অধিকার হনন করতে পারবে না। কেউ একজন নিজেকে ঈমানদার দাবি করে শুধু ধর্মীয় ক্ষেত্রে রাসূলকে মানবে কিন্তু জীবন চলার সকল ক্ষেত্রে রাসূলের আদর্শ মানবেন না তাহলে তার এ ঈমানদারীর কোনো মূল্য নেই বরং তা হলো মুনাফেকী। আল্লাহ বলেন রাসূল হলেন তোমাদের জন্য সকল ক্ষেত্রে সর্বোত্তম আদর্শ। জামায়াতে ইসলামী সর্বোত্তম এ আদর্শ সমাজের সকল ক্ষেত্রে রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে চায়।’

সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামী হাটহাজারী উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়ন আয়োজিত সিরাতুন্নবী স: মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিরাতুন্নবী (স:) মাহফিলে প্রধান ওয়ায়েজ ছিলেন হযরত মাওলানা মামুনুর রশিদ নুরী।

সিরাতুন্নবী (স:) মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক ড. আব্দুল হামিদ চৌধুরী ও মাষ্টার নুরুচ্ছালাম, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সভাপতি নাহিদুল ইসলাম।

উল্লেখ্য, ইউনিয়ম আমির মো: ওসমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা জাহাঙ্গির আলমের সঞ্চালনায় উপজেলার ফতেয়াবাদ বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে মাহফিলে বিশেষ ওয়ায়েজ ছিলেন মাওলানা শরীয়ত উল্লাহ জিহাদী।

এ সময় অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন জামায়াতের উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা সাইফুদ্দীন চৌধুরী, শূরা ও কর্মপরিষদ সদস্য মো: ইমরান হোসেন, এসএম রাশেদ, মো: ইসহাক, মো: নুরুল আলম পারভেজ, লোকমান চৌধুরী, মোজাহের উদ্দিন এনাম, জসিম উদ্দিন সিকদারসহ প্রমুখ।


আরো সংবাদ



premium cement
টেকনাফে বিজিবির অভিযানে আড়াই লাখ পিস ইয়াবা উদ্ধার চট্টগ্রামে আইনজীবী কুপিয়ে হত্যা করল চিন্ময়ের সমর্থকরা তুর্কি রাষ্ট্রদূতের সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামে ইসকন সমর্থক ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক সংঘর্ষ বিপুল পরিমাণে বিদেশী মুদ্রাসহ শাহ আমানতে যাত্রী আটক রাখাইনে গণহত্যা ও চলমান সহিংসতার বিচারের দাবি রোহিঙ্গাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষের সমন্বিত ফলাফল প্রকাশ রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির কুলাউড়ায় শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষককে গণপিটুনি অহিংস গণঅভ্যুত্থানের আহ্বায়কসহ ১৮ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ শিক্ষার্থীর মৃত্যুর দায় ন্যাশনাল হাসপাতালের ওপর চাপানো ভিত্তিহীন : কর্তৃপক্ষ

সকল