সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলবে
- আতিকুর রহমান মানিক, ঈদগাঁও (কক্সবাজার)
- ২৫ নভেম্বর ২০২৪, ২২:৩১
চলমান পর্যটন মৌসুমে কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারী সিন্দাবাদ নামক একটি জাহাজকে চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন।
সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, জেলা প্রশাসকের কাছে শুধু পর্যটকবাহী জাহাজ কেয়ারী সিন্দাবাদ আবেদন করেছিল। সেই জাহাজকে অনুমতি দেয়া হয়েছে। তবে জাহাজটি কখন দ্বীপে যাবে সেটি চূড়ান্ত করবে মন্ত্রণালয়ের গঠিত কমিটি।
মন্ত্রণালয়ের গঠিত কমিটির আহ্বায়ক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াছমিন চৌধুরী জানান, আগামী ২৭ নভেম্বর তারা কমিটির বৈঠক আহ্বান করেছেন। কোন পয়েন্ট থেকে জাহাজ ছাড়বে সেটি বৈঠকে সিদ্ধান্ত হবে।
কেয়ারী সিন্দবাদ জাহাজের কক্সবাজার অফিস ইনচার্জ নূর মোহাম্মদ সিদ্দিকী দৈনিক নয়া দিগন্তকে বলেন, এ রুটের প্রথম যাত্রীবাহী এ জাহাজটি আগামী ২৮ নভেম্বর থেকে কক্সবাজার শহরতলীর নুনিয়াছড়াস্থ বিআইডব্লিউটিএ ঘাট থেকে সেন্ট মার্টিনের উদ্দেশে ছেড়ে যাবে।
মেইন ডেক ১৮ শ’, ওভার ডেক ২১ শ’, ও ব্রিজ ডেক ২৫ শ’ টাকা জনপ্রতি (যাওয়া আসা) ভাড়া নির্ধারণ করা হয়েছে বলেও জানান তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা