নোয়াখালীর আ’লীগ নেতা ঢাকা থেকে গ্রেফতার
- নোয়াখালী অফিস
- ২৫ নভেম্বর ২০২৪, ১৯:০২
নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরএলাহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাককে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৫ নভেম্বর) দুপুরে তাকে নোয়াখালী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ‘গত ২৭ আগস্ট বিএনপি নেতা তোতাকে কুপিয়ে আহত করার পর রাজ্জাক চেয়ারম্যান গা ঢাকা দেন। এরপর তিনি ঢাকার ভাটারা এলাকায় থাকতেন। গত রোববার বিকেলে নোয়াখালীর কবিরহাট উপজেলার এক বাসিন্দা রাজ্জাকের অবস্থানের বিষয়টি আন্দাজ করতে পারেন। পরে এ ভাটারা এলাকা থেকে তাকে আটক করে পুলিশকে কাছে সোপর্দ করা হয়।’
জানা গেছে, আব্দুর রাজ্জাক কাদের মির্জার একান্ত সহযোগী। তার নামে ইয়াবা, চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে ১৬টি মামলা রয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, ‘বিএনপি নেতা তোতা হত্যা মামলার আসামি আব্দুর রাজ্জাককে ঢাকার ভাটারা এলাকা থেকে স্থানীয় লোকজন আটক করে পুলিশে সোপর্দ করেন। কোম্পানীগঞ্জ থানার পুলিশ ভাটারা থানা থেকে তাকে নিয়ে আসে। গ্রেফতার হওয়া রাজ্জাকের নামে ১৬টি মামলা বিচারাধীন রয়েছে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা