২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

মিরসরাইয়ে সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফের বিরুদ্ধে যুবলীগ নেতার মামলা

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন - ফাইল ছবি

চট্টগ্রামের মিরসরাইয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এক যুবলীগ নেতা।

মামলায় মোশাররফের বড় ছেলে সাবেদুর রহমান সসুসহ ২০ জন এজাহারনামীয় ও অজ্ঞাত ২৫-৩০ জনের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়।

মামলার বাদী উপজেলার কাটাছরা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক মো: ইউছুফ মিয়া। জোরারগঞ্জ থানায় মামলাটি দায়ের করা হয়।

মামলার এজহার সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১২ ফেব্রুয়ারি মামলার বাদিকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে। সে বিভিন্ন অনিয়মের বিষয়ে প্রতিবাদ করলে তার ওপর ক্ষিপ্ত হয়ে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নেতৃত্ব এই হামলা হয়।

মামলার অন্য আসামিরা হলেন বারইয়ারহাট পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম খোকন (৫২), মো: আরশাফ (২৮), মো: আরিফ (৩৫), মো: কাশেম পিটার (৬২), মো: জিয়া উদ্দিন গাজীসহ (৩০) ২০ জন এজাহারনামীয় ও অজ্ঞাত ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে।

মামলার বাদী যুবলীগ নেতা মো. ইউছুফ মিয়া জানান, আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় সক্রিয়ভাবে দীর্ঘ ১২ বছর রাজনীতি করার পরও দলীয় কোন্দলের কারণে ৭টি মামলার আসামি হয়েছি। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নির্দেশে মামলা গুলো হয়েছে। বর্তমানে ১টি ছাড়া বাকি মামলাগুলোতে জামিনে রয়েছি।

ইউছুফ মিয়া আরো বলেন, 'আমি কেন্দ্রীয় যুবলীগের সদস্য নিয়াজ মোর্শেদ এলিটের নেতৃত্বে রাজনীতি করি। ভবিষ্যতেও করবো।'

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, ২০২২ সালে হামলার ঘটনায় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে প্রধান আসামি করে মো: ইউছুফ মিয়া মামলা দায়ের করেছেন। মামলায় এজাহারনামীয় আসামিদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে।


আরো সংবাদ



premium cement
নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, অন্যদের কথা ব্যক্তিগত : প্রেস উইং সালাহর জোড়া গোলে জিতল লিভারপুল ১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দ টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৬ দফা মেনে নেয়ার আহবান হাসিনা-কন্যা পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক লেনদেন স্থগিত বুটেক্স-পলিটেকনিক শিক্ষার্থীদের সংঘর্ষ নির্বাচনের তারিখ ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে : প্রেস উইং ব্যর্থ টপ অর্ডার, মুমিনুলের ফিফটির পর পথ দেখাচ্ছেন লিটন তেজগাঁওয়ে বুটেক্স ও ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বেলজিয়ামের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে ড. ইউনূসের ‘থ্রি জিরো তত্ত্ব’

সকল