নোয়াখালীতে বিএনপি নেতার খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ
- নোয়াখালী অফিস
- ২৪ নভেম্বর ২০২৪, ১৬:৫২
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল মতিন তোতার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।
রোববার (২৪ নভেম্বর) দুপুরের নোয়াখালী জজ আদালতের সামনের সড়কে নিহতের স্বজন ও এলাকাবাসী এ কর্মসূচি পালন করে।
এ সময় সমাবেশে বক্তব্য রাখেন চরএলাহী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হোসেন মেম্বার, সাবেক সাধারণ সম্পাদক আবুল খায়ের মাস্টার, চরএলাহী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা মাস্টার, নিহত আবদুল মতিন তোতার ছেলে চরএলাহী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ইসমাইল তোতা ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সবুজ তোতা।
বক্তারা বলেন, ‘আবদুল মতিন তোতা চেয়ারম্যান দুঃসময়ে চরএলাহী ইউনিয়নে বিএনপির নেতাকর্মীদের সংগঠিত করে রাখেন। ৫ আগস্ট-পরবর্তী ফ্যাসিবাদের দোসররা তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে। এ হত্যাকাণ্ডের দায়ে ১৩ জন আসামি আদালতে আত্মসমর্পণ করলে তাদের কারাগারে পাঠানো হয়। এখন পর্যন্ত পুলিশ এ মামলায় কাউকে গ্রেফতার করতে পারেনি। যদিও ১৭ জন আসামি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।’
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) আবদুস সুলতান বলেন, ‘তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ। মামলাটিকে সর্বোচ্চ গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।’
গত ২৭ আগস্ট রাতে চরএলাহী বাজারে একদল অস্ত্রধারী আওয়ামী সন্ত্রাসী ও তাদের দোসররা বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল মতিন তোতাকে কুপিয়ে গুরুতর জখম করে। ঘটনার চার দিন পর গত ৩০ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।