ফেনীতে ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ দু’জনকে জামায়াতের আর্থিক সহায়তা
- ফেনী অফিস
- ২৪ নভেম্বর ২০২৪, ১৫:১৯
ফেনী শহরের মহিপালে গত ৪ আগস্ট ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আওয়ামী লীগের হামলায় গুলিবিদ্ধ দু’জনকে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার (২৪ নভেম্বর) সকালে শহরের মহিপাল চৌধুরীবাড়ি এলাকার আবদুল করিম ফরায়েজী বাড়িতে মাহবুবুল হক রিয়াদ ও চাঁড়িপুর এলাকার আবদুস সালাম সড়কের জাহাঙ্গীর আলমের চিকিৎসা ও শারিরীক অবস্থার খোঁজখবর নেন দলটির নেতারা। পরে দু’জনের সুস্থতার জন্য দোয়া করা হয়।
জামায়াতের ফেনী জেলা আমির মুফতি আবদুল হান্নান জানান, ‘৪ আগস্টে গুলিবিদ্ধ রিয়াদ ও জাহাঙ্গীরের চিকিৎসায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সহযোগিতা করা হচ্ছে। রোববার দু’জনকে নগদ ২৫ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। আহত রিয়াদ ফেনী সরকারী কলেজে ব্যবস্থাপনা বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী এবং জাহাঙ্গীর আলম বিল্ডিং কনস্ট্রাকশনের নির্মাণশ্রমিক।’
এ সময় জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সাবেক জেলা আমির অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, সাবেক জেলা আমির এ কে এম সামছুদ্দীন, বর্তমান জেলা আমির মুফতি আবদুল হান্নান, নায়েবে আমির অধ্যাপক আবু ইউসুফ, সেক্রেটারি আবদুর রহীম, সমাজকল্যাণ সম্পাদক আবু ইউসুফ, ১২ নম্বর ওয়ার্ড আমির মিজানুর রহমান, ১৬ নম্বর ওয়ার্ড শূরা ও কর্মপরিষদ সদস্য শহীদ উল্যাহ, স্থানীয় গোলাম সরোয়ার সোহাগ প্রমুখ উপস্থিত ছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা