২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ঈদগাঁওয়ে ভাইয়ের লাঠির আঘাতে নিহত

নিহত আমির আব্বাস - সংগৃহীত

কক্সবাজারের ঈদগাঁওয়ে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত হয়েছেন।

রোববার (২৪ নভেম্বর) ভোররাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আমির আব্বাস (৪২) উপজেলার পোকখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইছাখালী গ্রামের মরহুম নূরুল কবিরের ছেলে। নিহতের সহোদর ঘাতক আমির হোসেন ও তার স্ত্রীকে আটক করেছে পুলিশ।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) মেম্বার মৌলভী কামরুল হক বলেন, ‘গত শুক্রবার দুপুরে পারিবারিক ও সীমানা বিরোধের জের ধরে বাকবিতণ্ডার একপর্যায়ে লাঠি দিয়ে আব্বাসের মাথায় আঘাত করেন ছোট ভাই আমির হোসেন। এতে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত আমির আব্বাসকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মসিউর রহমান বলেন, ‘আব্বাস হত্যার ঘটনায় আমির হোসেন ও তার স্ত্রীকে আটক করা হয়েছে।’

এজাহার পেলে হত্যা মামলা রুজু করা হবে বলেও জানান ওসি।


আরো সংবাদ



premium cement