‘নতুন বাংলাদেশে কোনো চাঁদাবাজি চলবে না’
- নোয়াখালী অফিস
- ২৩ নভেম্বর ২০২৪, ২২:০০
নতুন বাংলাদেশে কোনো চাঁদাবাজি চলবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান। তিনি বলেন, আগে শ্রমিক লীগের নামে ব্যাপক চাঁদাবাজি হত। এখন যেকোনো দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি করতে দেয়া হবে না।
শনিবার (২৩ নভেম্বর) নোয়াখালীর মাইজদী হরিনারায়ণপুর স্কুলে জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আতিকুর রহমান বলেন, ‘সবাই সতর্ক হয়ে যান। নুতন বাংলাদেশে কেউ চাঁদাবাজি করলে প্রতিহত করা হবে।’
নোয়াখালী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট জহিরুল আলমের সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য রাখেন শিক্ষাবিদ ইসহাক খন্দকার, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মাওলানা মিজানুল হক মামুন, সাধারণ সম্পাদক রিজওয়ানুল হক, হাফেজ মহিউদ্দিন, নিজামুদ্দিন ফারুক প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা