২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

কুমিল্লায় ফসলি জমি থেকে নারীর কঙ্কাল উদ্ধার

কঙ্কালটি চরকুমারীয়া গ্রামের ছক্কা মিয়ার স্ত্রী মরিয়মের বলে জানা যায় - ছবি : নয়া দিগন্ত

কুমিল্লার তিতাসে ফসলি জমি থেকে এক নারীর কঙ্কাল উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) সকালে উপজেলা চরকুমারীয়া চক থেকে এ কঙ্কালের অংশবিশেষ উদ্ধার করে তিতাস থানা পুলিশ।

এ সময় উদ্ধার হওয়া কঙ্কালটি উপজেলা চরকুমারীয়া গ্রামের ছক্কা মিয়ার স্ত্রী মরিয়মের (৬৫) বলে জানা যায়। তিনি মামার বাড়িতে থাকতেন। তিনি নিঃসন্তান ছিলেন ও ছাগল পালন করতেন। গত ৫ আগস্ট ছাগলের জন্য ঘাস কাটতে গিয়ে তিনি আর বাড়ি ফেরেননি।

জানা যায়, ‘স্থানীয় কৃষক কামাল হোসেন জমি পরিষ্কার করতে এসে একপর্যায়ে জমির ঘাসের ওপর মানবদেহের মাথার খুলি, হাত, পায়ের, রানের ও বুকের পাঁজরের হাড়ের অংশবিশেষ ছড়ানো ছিটানো অবস্থায় দেখতে পেয়ে এলাকাবাসীকে খবর দেন।

পরে এলাকাবাসী কঙ্কালের নিচে পড়ে থাকা সালোয়ার ও একটি প্লাস্টিকের বস্তা দেখতে পেয়ে কঙ্কালটি মরিয়মের বলে শনাক্ত করতে পেরে থানা পুলিশে খবর দেন।’

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, ‘ট্রিপল নাইন-এ ফোন পেয়ে এসে কঙ্কালের বিভিন্ন অংশবিশেষ সংগ্রহ করা হয়েছে ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড (ডিএনএ) পরীক্ষা করানোর জন্য। পরীক্ষার রিপোর্ট এলে বুঝা যাবে কী কারণে তিনি মারা যান।’


আরো সংবাদ



premium cement
কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয় ঢাবি ক্যাম্পাসে রাজনীতি চর্চার প্রকৃতি ও ধরনবিষয়ক বিশেষ কমিটির কার্যক্রম শুরু তারেক রহমানের জন্মদিন উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে বিআরজেএ-এর দোয়া ফ্যাসিস্ট হাসিনা সরকার কাউকে রেহাই দেয়নি : রিজভী রাজাপুরে শাহজাহান ওমরকে প্রধান করে ২০৩ জনের নামে মামলা বৈষম্যহীন রাষ্ট্র পেতে চাইলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে হবে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবে যেকোনো পরিস্থিতিতে জনগণকে সর্বোচ্চ সেবা দিতে চাই দেশের সব সম্প্রদায়ের সাথে সংযোগ বাড়াতে চাই : পার্বত্য উপদেষ্টা মাসিক ফুলকুঁড়ির ৪০০তম সাহিত্য সভা অনুষ্ঠিত যারা রাষ্ট্র পরিচালনা করেন কেউ ইতিহাস থেকে শিক্ষা নেন না : শিবির সেক্রেটারি

সকল