নির্বাচনের রেলগাড়ি চলতে শুরু করেছে : ধর্ম উপদেষ্টা
- হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা
- ২৩ নভেম্বর ২০২৪, ০০:০৮
নির্বাচনের রেলগাড়ি চলতে শুরু পৌঁছাতে বেশি দেরি লাগবে না বলে মন্তব্য করেছেন করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, নির্বাচনকে ট্রেন লাইনের ওপর তুলে দিয়েছি। মনে রাখবেন, আল্লাহ না করুক এ সরকার যদি কোন কারণে ব্যর্থ হয় জাতির ওপরে এ দেশের ওপর আঁধার নেমে আসবে।
শুক্রবার (২২ নভেম্বর) রাতে হাটহাজারী মাদরাসা মাঠে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আ ফ ম খালিদ হোসেন বলেন, আপনারা আমাকে পরামর্শ দিবেন, আপনাদের পরামর্শ আমার বেশি কাজে লাগবে, আপনাদের দোয়া চাই যাতে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি।’
মাদরাসার মহাপরিচালক মুফতি খলিল আহমদ কাসেমী সভাপতিত্বে অনুষ্ঠিত দস্তারবন্দী সম্মেলনে নসিহত পেশ করেন হেফাজত ইসলাম বাংলাদেশের আমির মুহিবুল্লাহ বাবুনগরী, শেখ আহমদ, মুফতি আহমাদুল্লাহ, নূরুল ইসলাম ওলিপুরী, মুফতি কিফায়াতুল্লাহ, আল্লামা মুফতি জসিমুদ্দীন, মাওলানা আবু তাহের নাদবী, মাওলানা সালাহ উদ্দীন নানুপুরী, মাওলানা হাবীবুর রহমান কাসেমী, মাওলানা লোকমান হাকিম, মাওলানা ওসমান ফয়জী, মাওলানা আজিজুল হক আল মাদানী, মাওলানা মাহমুদুল হাসান ফতেহপুরী, মাওলানা আশরাফ আলী নিজামপুরী, মাওলানা সা’দাত হোসাইন, মুফতি নুরুল্লাহ সাহেব, মাওলানা কিফায়াতুল্লাহ আজহারী, আহমাদুল্লাহ প্রমুখ।