ফেনী সীমান্তে ৪ কোটি ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
- ফেনী অফিস
- ২২ নভেম্বর ২০২৪, ১৯:৪৫
ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলায় পৃথক অভিযানে চার কোটি ১৮ লাখ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
শুক্রবার (২২ নভেম্বর) পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলায় সেনাবাহিনী, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এ পৃথক অভিযান পরিচালনা করে।
সেনাবাহিনী সূত্র জানায়, ‘গোপন সংবাদের ভিত্তিতে পরশুরাম উপজেলার কর্মকর্তা ক্যাপ্টেন কামরুজ্জামানের নেতৃত্বে সেনা সদস্যরা পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়কে অভিযান চালায়। এ সময় ভারত থেকে অবৈধভাবে আনা শাড়ি, বিভিন্ন কাপড়, থ্রী পিস ও ওড়না ভর্তি একটি মিনি কাভার্ডভ্যান জব্দ করা হয়।
এ সময় অভিযানে পুলিশের পক্ষ থেকে নেতৃত্ব দেন পরশুরাম মডেল থানার উপ-পরিদর্শক মুন্না দে।
ক্যাপ্টেন কামরুজ্জামান জানান, ‘উদ্ধার করা কাপড়ের আনুমানিক মূল্য তিন কোটি টাকা। আটক করা মালামাল পরশুরাম থানা পুলিশের হেফাজতে দেয়া হয়েছে।
পরশুরাম মডেল থানার ওসি (তদন্ত) মাকছুদ আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মালামালগুলোর জব্দ তালিকা তৈরি করা হচ্ছে।’
এদিকে শুক্রবার রাতে উপজেলার চিথলিয়া ইউনিয়নের রাজসপুর থেকে আনুমানিক ১৫ লাখ টাকার ভারতীয় শাড়ি, কাপড় উদ্ধার করে বিজিবি সদস্যরা।
বিজিবি সূত্র জানায়, শুক্রবার ফেনী ব্যাটালিয়ন-৪ বিজিবির ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার দেবপুর, ছাগলনাইয়া, চম্পকনগর এবং মধুগ্রাম বিওপির সীমান্তবর্তী এলাকায় বিজিবি সদস্যরা চোরাচালানবিরোধী অভিযান চালায়।
এ সময় অভিযানে ভারতীয় লেহেঙ্গা, শাড়ি, কাশ্মিরী চাদর, থ্রীপিস, চশমা এবং ভারতীয় ২০ কেজি গাঁজা জব্দ করা হয়। জব্দ করা মালামাল কাস্টমস এবং মাদকদ্রব্য নিয়ান্ত্রণ অধিদফতরে জমা দেয়া হয়েছে।
বিজিবি-৪ পরিচালক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, ‘জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য এক কোটি ১৮ লাখ চার হাজার ৪০০ টাকা। সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।’