শান্তি প্রতিষ্ঠায় ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে : শাহজাহান
- খাগড়াছড়ি প্রতিনিধি
- ২২ নভেম্বর ২০২৪, ১৯:২৭
শান্তি প্রতিষ্ঠায় কোরআন ও হাদিসের ভিত্তিতে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে মন্তব্য করে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান বলেছেন, ‘৫ আগস্ট পরবর্তী সময়ে ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে জামায়াতের নেতা-কর্মীদেরকে জাতির খেদমত করতে হবে। ইসলামের প্রচার-প্রসারে আরো বেশি ভূমিকা পালন করতে হবে।’
শুক্রবার (২২ নভেম্বর) সকালে খাগড়াছড়ির দারুল আইতাম সম্মেলন কক্ষে জেলা জামায়াতের মজলিসে শূরার প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা মোহাম্মদ শাহজাহান বলেন, ‘জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্যদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। পার্বত্য অঞ্চলে বসবাসরত উপজাতিসহ মুসলিম এবং অমুসলিম সকল ধর্ম ও শ্রেণি পেশার লোকদের কাছে ইসলামের সুমহান আদর্শের বার্তা পৌঁছে দিতে হবে।’
জেলা আমির অধ্যাপক সৈয়দ মো: আব্দুল মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা মজলিসে শূরার প্রথম অধিবেশনে এ সময় উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির অধ্যক্ষ আবুল হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি আব্দুল মান্নান, জামায়াতের জেলা সেক্রেটারি মিনহাজুর রহমানসহ অন্য নেতারা।
এ সময় মিনহাজুর রহমানকে খাগড়াছড়ি জেলা সেক্রেটারি ও মোহাম্মদ ইউসুফকে সহকারী সেক্রেটারি করে ২০২৫-২০২৬ সেশনের জন্য সাত সদস্যবিশিষ্ট কর্মপরিষদ গঠন করা হয়। কর্মপরিষদের অন্য সদস্যরা হলেন অধ্যক্ষ আবুল হোসেন, আব্দুল মান্নান, আবু ইউসুফ, মোহাম্মদ ইলিয়াছ, মাওলানা শেখ আহমদ মজুমদার।