জামায়াত হবে মানুষের আশা-আকাঙ্ক্ষা ও দেশের বৃহত্তম দল : ডা. তাহের
- আবুল বাশার, হাটহাজারী (চট্টগ্রাম)
- ২২ নভেম্বর ২০২৪, ১৮:২৫
জামায়াত হবে মানুষের আশা-আকাঙ্ক্ষা ও দেশের বৃহত্তম দল মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো: তাহের বলেছেন, ‘জামায়াতে ইসলামীর রুকনকে হতে হবে একজন আদর্শ মডেল। জামায়াতের রুকন কোনো পদ পদবী নয়, এটি মুমিনের সিঁড়ি মাত্র। এ সিঁড়ি বেয়েই মুমিন ও মুত্তাকী হতে হবে।’
তিনি বলেন, ‘রাসূল সা: পাঁচজনকে সাথে নিয়ে অন্ধকার সমাজ আলোকিত করার আন্দোলন শুরু করেছিলেন। সে আন্দোলন সময়ের ব্যবধানে বিকশিত হয়ে গোটা দুনিয়া পরিবর্তন করেছিল। জামায়াত এদেশে মানুষের চিন্তার পরিবর্তনে আন্দোলন শুরু করেছিল অনেক আগে। মহান আল্লাহ ৫ আগস্টে বিপ্লবের মাধ্যমে জামায়াতের আন্দোলনে নতুন সুযোগ সৃষ্টি করেছে। এ সুযোগকে শতভাগ কাজে লাগাতে হবে।’
শুক্রবার (২২ নভেম্বর) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাটহাজারী উপজেলায় এক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় শূরা সদস্য চট্রগ্রাম মহানগর আমির সাবেক এমপি শাহজাহান চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় শূরা সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলা উদ্দিন সিকদার।
এ সময় উপজেলা আমির ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক ড. আব্দুল হামিদ চৌধুরী, রফিকুল ইসলাম, অধ্যক্ষ নুরুন্নবী, মাস্টার নুরুচ্ছালাম, ইঞ্জিনিয়ার বোরহান উদ্দিন ও মাওলানা জামাল হোসাইন প্রমুখ।
চট্রগ্রাম মহানগর আমির শাহজাহান চৌধুরী বলেন, ‘হাটহাজারী উপজেলা হলো আলেমদের উপজেলা। এ উপজেলায় আগামী নির্বাচনে জামায়াতে ইসলামী যাকে প্রার্থী দেবে দলমত নির্বিশেষে তার বিজয় চিনিয়ে আনতে প্রতিটি জনপদে জামায়াতের বলিষ্ঠ ও সৎ নেতৃত্বের বাস্তব পরিচয় তুলে ধরতে হবে। আগামীর বাংলাদেশ হবে জামায়াতে ইসলামীর বাংলাদেশ।’
এ সময় সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাটহাজারী উপজেলার ২০২৫ - ২০২৬ সেশনের নতুন আমিরের শপথ ও নতুন সেশনের শূরা নির্বাচন অনুষ্ঠিত হয়।