২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ন ১৪৩০, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

হাতিয়ায় ইরাক প্রবাসীর ওপর সন্ত্রাসী হামলা

- ছবি : নয়া দিগন্ত

নোয়াখালীর হাতিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আবদুর রহমান নামে এক ইরাক প্রবাসীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

বুধবার সকালে হাতিয়া থানায় এ বিষয়ে একটি অভিযোগ দায়ের করা হয়। এর আগে, গত শনিবার উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড কালিরচর গ্রামের বুড়ির দোনা স্লুইজে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা গেছে, আবদুর রহমানের সাথে তার চাচাদের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। ঘটনার দিন তার বড় চাচার নামাজে জানাজায় যাওয়ার পথে দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়ে তাকে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করে। সন্ত্রাসী হামলাকারীরা এ সময় তার সাথে থাকা এক লাখ ৭০ হাজার টাকা মূল্যের আইফোন এবং ‍মোটরসাইকেল কিনার জন্য জমানো এক লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। সন্ত্রাসীরা হামলার ঘটনায় তাকে মামলা না করার ব্যাপারে কল দিয়ে হুমকিতে রাখে।

হামলায় আহত আবদুর রহমান বলেন, ‘সিরাজ মেম্বারের ছেলে সাইফুল ইসলাম পাপ্পু, সামছুউদ্দিন বাবলু, সাফরুল ইসলাম ও আজীম আমার ওপর এ হামলা চালায়। প্রায় সময় তারা সুযোগের অপেক্ষায় থাকতো আমাকে ক্ষতি করার জন্য। তারা আমাকে প্রাণনাশের হুমকি দেয়। আমি একজন রেমিট্যান্স যোদ্ধা হিসেবে এ হামলার যথার্থ বিচার চাই।’

অভিযোগের বিষয়ে অভিযুক্ত সাইফুল ইসলাম পাপ্পু জানান, ‘জানাজা নামাজের আগ মুহূর্তে মরহুম গিয়াস উদ্দিনকে নিয়ে আবদুর রহমান বাজে মন্তব্য করায় আত্মীয়দের সাথে বাগ্বিতন্ডা সৃষ্টি হয়। তখন এলাকাবাসী তাদেরকে শান্ত করার চেষ্টা করে। কিন্তু তাকে আমরা হুমকি দিইনি।’

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘একজন প্রবাসীর ওপর হামলার ঘটনায় অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’


আরো সংবাদ



premium cement