২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ন ১৪৩০, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ফেনীর পথে মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর - সংগৃহীত

ফেনীর পথে রওনা হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার সকালে রাজধানীর বাসা থেকে বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে সাথে তিনি রওনা হন।

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব জানান, গুলশান ৭১ নম্বর রোডের বাসা থেকে সকাল সাড়ে ৭টায় গাড়িতে ওঠেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। গাড়ি বহরে এ্যানী ছাড়াও চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসও রয়েছেন।

ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল জানান, মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতাদের জেলা বিএনপির পক্ষ থেকে অভ্যর্থনা জানাতে তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সীমান্তের মোহাম্মদ আলীতে অপেক্ষায় রয়েছেন। ইতোমধ্যে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া রয়েছেন বলে তিনি জেনেছেন।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেলা সাড়ে ১১টায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পৈত্রিক বাড়ি ফুলগাজীর শ্রীপুরে ‘বন্যাদুর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও অসহায় পরিবারকে ঘর তৈরি উপকরণ বিতরণ’ করবেন। এরপর বিকেলে ছাগলনাইয়া আদালত চত্বরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জনসভায়া অংশ নেবেন। সমাবেশে মির্জা ফখরুল ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, উপদেষ্টা আবদুস সালাম ও জয়নাল আবদীন ভিপি, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ঢাকা মহানগর দক্ষিন সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারসহ জাতীয় ও স্থানীয় নেতারা অংশ নেবেন। জনসভা শুরুর আগমুহূর্তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া অনুষ্ঠিত হবে।

এদিকে দলের মহাসচিবের আগমন উপলক্ষে ফুলগাজী ও ছাগলনাইয়ায় উপজেলায় দলীয় নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ রয়েছে। বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করতে ব্যাপক প্রচার-প্রচারনা চালানো হয়েছে।


আরো সংবাদ



premium cement