খাগড়াছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফের চাদা কালেক্টর গ্রেফতার
- খাগড়াছড়ি প্রতিনিধি
- ১৯ নভেম্বর ২০২৪, ১৯:১০
খাগড়াছড়ির রামগড় উপজেলায় অস্ত্রসহ সুবেল ত্রিপুরা ওরফে সজল (২৩) নামের ইউপিডিএফের (প্রসীত গ্রুপ) সাবেক এক কালেক্টরকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোররাতে উপজেলার পাতাছড়া ইউনিয়নের জরিচন্দ্র পাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে রামগড় থানা পুলিশ।
এ সময় তার থেকে একটি দেশীয় তৈরি এলজি, একটি দেশীয় পিস্তলসহ দুই রাউন্ড কাতুজ উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার সজল জরিচন্দ্র পাড়া গ্রামের প্রয়াত সবি কুমার ত্রিপুরার ছেলে।
রামগড় থানা পুলিশ জানিয়েছে, পুলিশ সুপার আরেফিন জুয়েলের তত্ত্বাবধানে রামগড় সাকেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: নাজিমের দিকনির্দেশনায় রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোহাম্মাদ মাঈদ উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে।
সুবেল ত্রিপুরা ওরফে সজল তিন বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পালাতক আসামি। তাকে আটকের পর তার বসতঘরে তল্লাশি চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মঈন উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার সজল রামগড় থানা পুলিশের হেফাজতে আছে। তার বিরুদ্ধে রামগড় থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। তাকে আদালতে সোপর্দ
করার প্রক্রিয়া চলমান রয়েছে।