১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ন ১৪৩০, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সেন্টমার্টিন ভ্রমণে নিষেধাজ্ঞা : কক্সবাজারে কাফনের কাপড় পরে সড়ক অবরোধ

কক্সবাজারে সড়ক অবরোধ - ছবি : নয়া দিগন্ত

সরকার ঘোষিত সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে নানা বিধি-নিষেধ ও রাত্রিযাপন সীমিতকরণের সিদ্ধান্ত প্রত্যাহার দাবিতে কক্সবাজার শহরের পর্যটন জোন কলাতলীতে কাফরেন কাপড় পরে সড়ক অবরোধ করেছে সেন্টমান্টিনবাসীসহ পর্যটন শিল্পের সাথে জড়িত বিভিন্ন স্তরের লোকজন।

মঙ্গলবার দুপুর থেকে সহস্রাধিক মানুষ কলাতলীর ডলফিন মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন তারা।

সড়ক অবরোধের কারণে কলাতলীর প্রধান সড়ক ও মেরিনড্রাইভ সড়কে সবধরনের যান চলাচল বন্ধ হয়ে পড়ে। 

আন্দোলনকারীরা জানায়, সেন্টমার্টিনের ভ্রমণ নিষেধাজ্ঞা ও রাত্রিযাপন সীমিতকরণের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ করছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সরবে না। প্রয়োজনে মরবে।

সড়ক অবরোধের কারণে কলাতলীর প্রধান সড়ক ও মেরিনড্রাইভ সড়কে সব ধরনের যান চলাচল পুরো বন্ধ রয়েছে। সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের বুঝানোর চেষ্টা করে ও সড়ক অবরোধ তুলে নিতে আহ্বান জানান। কিন্তু আন্দোলনকারীরা তাদের আহ্বান গ্রাহ্য করেনি।

আন্দোলনকারীরা আরো জানায়, সেন্টমার্টিন দ্বীপের ছাত্র-ছাত্রী, স্থানীয় জনগণ, দিনমজুর, কুলি, শ্রমিক, মৎস্যজীবী, চাকরিজীবী, তরুণ উদ্যোক্তা, পর্যটন ব্যবসায়ী, ট্রান্সপোর্ট ব্যবসায়ী, হোটেল-রিসোর্ট মালিকসহ সকল শ্রেণি-পেশার মানুষের প্রবল আপত্তি অগ্রাহ্য করে সরকার সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে নিষেধাজ্ঞা এবং রাত্রিযাপন ও পর্যটক যাতায়াত সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে। যার ফলে ইতোমধ্যে হাজার হাজার মানুষ বেকার হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা জীবন ও জীবিকা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে। ফলে আর্থিক বিপর্যয় দেখা দিয়েছে। ছাত্র-ছাত্রীরা তাদের পড়ালেখা ও ভবিষ্যত নিয়ে শঙ্কিত। তাই বাধ্য হয়ে তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছে

কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ মো: জসিম উদ্দীন চৌধুরী বলেন, বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরানোর জন্য শান্তিপূর্ণ আলোচনা চলছে। এখনো যান চলাচল স্বাভাবিক হয়নি।


আরো সংবাদ



premium cement

সকল