হাটহাজারীতে আ'লীগের ৬ নেতা কর্মী গ্রেফতার
- আবুল বাশার, হাটহাজারী সংবাদদাতা
- ১৮ নভেম্বর ২০২৪, ২৩:০৩
হাটহাজারীতে আ'লীগের ছয় নেতা কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত মামলায় তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো: দিদার (৩২), উপজেলার ৩ নম্বর মির্জাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আ'লীগের সভাপতি চারিয়া কালাগাজী বাড়ির মৃত গাজী সালেহ আহাম্মদের ছেলে গাজী মো: আলী হাসান (৪৭), ২ নম্বর ধলই ইউনিয়নের পশ্চিম ধলই এলাকার ৭ নম্বর ওয়ার্ড অধিবাসী ইউনিয়ন ছাত্রলীগ সদস্য আহাম্মদ সাফার ছেলে মো: ওয়াহিদুল আলম (৩৪), হাটহাজারী পৌরসভার আলীপুরের মৃত আবুল হোসেনের ছেলে ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য আবুল হাসেম (৩৫), হাটহাজারী পৌরসভার পশ্চিম দেওয়ান নগর খেরুপাড়ার মৃত সোলেমানের ছেলে ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো: হারুনুর রশিদ (৫৫) ও উপজেলা আ'লীগের সেচ্চাসেবী উপপ্রচার সম্পাদক মেখল ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ডের অনীল মল্লীকের ছেলে অসীম মল্লীক (৪৫)।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত মামলায় এদের গ্রেফতার করা হয়। সকালে চারজনকে কোর্টে চালান দেয়া হয়েছে।