১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ন ১৪৩০, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

মিয়ানমারে সংঘাত : প্রাণ বাঁচাতে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ৪৫ জনের অনুপ্রবেশ

উখিয়া কুতুপালং রোহিঙ্গা হিন্দু ক্যাম্পে অনুপ্রবেশকারী মিয়ানমারের নাগরিকরা - ছবি : নয়া দিগন্ত

সংঘাতের কারণে মিয়ানমারের ঢেকিবনিয়ার মেধা থেকে প্রাণ বাঁচাতে পালিয়ে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ৪৫ জন মিয়ানমারের নাগরিক অনুপ্রবেশ করেছে। তাদের সবাই চাকমা সম্প্রদায়ের।

সোমবার (১৮ নভেম্বর) সকালে বান্দরবানের ঘুমধুম বাইশফাঁড়ি সীমান্ত দিয়ে তারা অনুপ্রবেশ করে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের কুতুপালং হিন্দু ক্যাম্পের সামনে অবস্থান নেয়। সেখানে পুলিশ ও প্রশাসন তাদের পরিচয় শনাক্তের কাজ করছে।

পালিয়ে অনুপ্রবেশ করা নারী-পুরুষরা বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্য সংঘাতে বসবাসের অনুপযোগী হয়ে উঠেছে। তাই প্রাণ বাঁচাতে এপারে পালিয়ে এসেছে তারা। তারা সেখানে কৃষি ও জুম চাষ করে জীবন ধারণ করেন।

’সারাদিন ডুডুং ডুডুং গুলির আবাজ, আর সয় নপারি বাংলাদেশত আসসি’ আঞ্চলিক ভাষায় কথাগুলো বলেন মিয়ানমার থেকে পালিয়ে আসা এক রোহিঙ্গা নারী।

জানা গেছে, সোমবার (১৮ নভেম্বর) অনুপ্রবেশ করেছে ৪৫ জন। যারা তঞ্চঙ্গা সম্প্রদায়ের এবং আরো কয়েকদিন আগে ১২ জন অনুপ্রবেশ করেছে যারা বড়ুয়া সম্প্রদায়ের। এর আগে আরো ৮০০’র উপরে রোহিঙ্গা পালিয়ে ক্যাম্পে আশ্রয় নিয়েছিল।

নতুন করে রোহিঙ্গাদের প্রবেশের বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যারীন তাসনিম। তিনি বলেন, সকালে প্রায় ৪৫ মিয়ানমারের নাগরিক অনুপ্রবেশ করেছে বলে খবর পাওয়া গেছে। তাদের জন্য সরকার কী সিদ্ধান্ত নিচ্ছে তা পরে জানানো হবে।


আরো সংবাদ



premium cement
সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম গ্রেফতার অভিযোজন তহবিল বৃদ্ধির আহ্বান উপদেষ্টা রিজওয়ানা হাসানের আবু সাঈদ হত্যা মামলায় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর গ্রেফতার ‘সরকার নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি রোধে যথাসাধ্য চেষ্টা করছে’ সংস্কার শেষে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে : এ্যানি হাটহাজারীতে আ'লীগের ৬ নেতা কর্মী গ্রেফতার চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ করে প্রজ্ঞাপন রাবিতে খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আইন বিভাগ ভাংচুর তালায় হত্যা মামলার সাড়ে ৩ মাস পর কবর থেকে লাশ উত্তোলন বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের 'বারাসাত ব্যারিকেড' কর্মসূচি ‘আসিফ নজরুলকে হয়রানির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে’

সকল