১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ন ১৪৩০, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

মিয়ানমারে সংঘাত : প্রাণ বাঁচাতে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ৪৫ জনের অনুপ্রবেশ

উখিয়া কুতুপালং রোহিঙ্গা হিন্দু ক্যাম্পে অনুপ্রবেশকারী মিয়ানমারের নাগরিকরা - ছবি : নয়া দিগন্ত

সংঘাতের কারণে মিয়ানমারের ঢেকিবনিয়ার মেধা থেকে প্রাণ বাঁচাতে পালিয়ে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ৪৫ জন মিয়ানমারের নাগরিক অনুপ্রবেশ করেছে। তাদের সবাই চাকমা সম্প্রদায়ের।

সোমবার (১৮ নভেম্বর) সকালে বান্দরবানের ঘুমধুম বাইশফাঁড়ি সীমান্ত দিয়ে তারা অনুপ্রবেশ করে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের কুতুপালং হিন্দু ক্যাম্পের সামনে অবস্থান নেয়। সেখানে পুলিশ ও প্রশাসন তাদের পরিচয় শনাক্তের কাজ করছে।

পালিয়ে অনুপ্রবেশ করা নারী-পুরুষরা বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্য সংঘাতে বসবাসের অনুপযোগী হয়ে উঠেছে। তাই প্রাণ বাঁচাতে এপারে পালিয়ে এসেছে তারা। তারা সেখানে কৃষি ও জুম চাষ করে জীবন ধারণ করেন।

’সারাদিন ডুডুং ডুডুং গুলির আবাজ, আর সয় নপারি বাংলাদেশত আসসি’ আঞ্চলিক ভাষায় কথাগুলো বলেন মিয়ানমার থেকে পালিয়ে আসা এক রোহিঙ্গা নারী।

জানা গেছে, সোমবার (১৮ নভেম্বর) অনুপ্রবেশ করেছে ৪৫ জন। যারা তঞ্চঙ্গা সম্প্রদায়ের এবং আরো কয়েকদিন আগে ১২ জন অনুপ্রবেশ করেছে যারা বড়ুয়া সম্প্রদায়ের। এর আগে আরো ৮০০’র উপরে রোহিঙ্গা পালিয়ে ক্যাম্পে আশ্রয় নিয়েছিল।

নতুন করে রোহিঙ্গাদের প্রবেশের বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যারীন তাসনিম। তিনি বলেন, সকালে প্রায় ৪৫ মিয়ানমারের নাগরিক অনুপ্রবেশ করেছে বলে খবর পাওয়া গেছে। তাদের জন্য সরকার কী সিদ্ধান্ত নিচ্ছে তা পরে জানানো হবে।


আরো সংবাদ



premium cement
এক মাসের মধ্যে হাসিনার বিরুদ্ধে তদন্তকাজ শেষ করার নির্দেশ অন্তর্বর্তী সরকারের মেয়াদ ৪ বছরের কম হওয়া উচিত অস্ট্রিয়ার কোম্পানিগুলো বিনিয়োগে আগ্রহী জলবায়ু ক্ষতিপূরণের অর্থের নিশ্চয়তা পাওয়া যায়নি প্লানটেশন সেক্টরে একাধিক শর্তে কর্মী নেবে মালয়েশিয়া প্রধান উপদেষ্টার বক্তব্যে আশাহত মির্জা ফখরুল ৫ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ য্ক্তুরাষ্ট্রে পড়তে যাওয়া বাংলাদেশী শিক্ষার্থীদেও সংখ্যায় সর্বোচ্চ রেকর্ড উচ্চ রাজনৈতিক ঝুঁকি ও নিম্ন প্রবৃদ্ধি বিবেচনায় ঋণ মান কমিয়েছে মুডিস আ’লীগ আত্মস্বীকৃত ফ্যাসিস্ট এটা প্রতিষ্ঠিত সত্য : ডা: শফিক বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান শহীদদের নামে হবে : তারেক রহমান

সকল