১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ন ১৪৩০, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বান্দরবানে পর্যটকদের ভ্রমণ সুবিধায় ছাদখোলা বাস চালু

ভ্রমণ সুবিধায় ছাদখোলা বাস চালু - ছবি : নয়া দিগন্ত

অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বান্দরবানে প্রতিদিন ছুটে আসেন হাজারো প্রকৃতি প্রেমী পর্যটক। এ শিল্পের প্রসারে জেলার বিভিন্ন পর্যটন স্পটে ঘুরে বেড়ানোর জন্য চালু করা হয়েছে উন্নতমানের ছাদখোলা বাস।

সোমবার (১৮ নভেম্বর) সকালে ছাদখোলা বাসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও হোটেল হিলভিউ ট্যুরিস্ট বাসের মালিক কাজল কান্তি দাশ।

আগত পর্যটকরা যাতে নিরাপদ ও আরামদায়ক ভ্রমণের মাধ্যমে প্রকৃতির এ সৌন্দর্য উপভোগ করতে পারেন সেই বিষয়টির কথা চিন্তা করেই নিজ উদ্যোগে এ ছাদখোলা বাস চালু করেছেন বলে জানান এর স্বত্বাধিকারী।

পর্যটক ও দর্শনার্থীরা জানান, ‘উদ্বোধনের পর পরই মনে হচ্ছে বিদেশী রাস্তায় পর্যটকদের নিয়ে ঘুরে বেড়াচ্ছে খোলা ছাদের টুরিস্ট বাস। চিম্বুক পাহাড় থেকে শুরু করে নীলাচল নীলগির মেঘলা সব জায়গায় ঘুরে বেড়াচ্ছেন পর্যটকরা। পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের ঘুরে বেড়ানোর জন্য এত দিন চাঁদের গাড়িই বেশি ব্যবহার করা হত। তবে এবার পর্যটনশিল্পে নতুন সংযোজন হলো বিদেশের মতো ছাদ খোলা টুরিস্ট বাস। প্রথম দফায় নীলগিরি জনপ্রতি ৪০০ ও মেঘলা নীলাচল জনপ্রতি ২০০ টাকা করে ভাড়া নির্ধারণ করা হয়েছে।’

পর্যটকরা বলছেন, ‘বান্দরবানের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে ঘুরে বেড়াতে ও যাতায়াত করতে যানবাহনের একটি সমস্যা ছিল। নতুন ছাদখোলা টুরিস্ট বাস যুক্ত হওয়ায় এখন পর্যটকরা স্বাচ্ছন্দে ঘুরে বেড়াতে পারবেন।’

কাজল কান্তি দাশ বলেন, ‘৩১ জন পর্যটক নিয়ে খুব অল্প খরচেই পর্যটকরা ঘুরে বেড়াতে পারবেন। তবে তিনি জানান, অন্য পর্যটক পরিবহন ব্যবসায় নিয়োজিত একটি যানবাহন সমিতি টুরিস্ট বাস চলাচলে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেন। তিনি বলেন, পর্যটকদের সুবিধার জন্য সবাই নতুন নতুন কিছু পরিকল্পনা করুক। সবাই মিলে এ এলাকার পর্যটনশিল্পকে এগিয়ে নিতে হবে।’

এ বিষয়ে কাজল কান্তি দাশ আরো বলেন, ‘বান্দরবানের সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ভ্রমণে আসেন। তারা যেন পরিবার পরিজন নিয়ে আরামদায়ক ভ্রমণের মাধ্যমে বান্দরবানের প্রাকৃতিক এ সৌন্দর্য উপভোগ করতে পারেন এ জন্য ছাদখোলা বাসু চালু করা হয়েছে। পর্যটকদের সুবিধার্থে আরো নতুন উদ্যোগ আগামীতেও নেব।


আরো সংবাদ



premium cement
রংপুরে সাংবাদিকের মাকে পিটিয়ে আহতের ঘটনায় গ্রেফতার ২ লালমনিরহাটে অবৈধ জমিতে গড়ে তোলা সাবেক মন্ত্রীপুত্রের ব্যক্তগত পার্ক উচ্ছেদ আ’লীগের ১৫ বছরের হত্যা-গুম ও অর্থ পাচারের বিচার হবে : উপদেষ্টা ডিওএইচএস থেকে গ্রেনেড, ম্যাগাজিন ও গুলি উদ্ধার অজিদের কাছে ধবলধোলাই পাকিস্তান বাংলাদেশকে আরো বিদ্যুৎ দিতে আগ্রহী নেপাল ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১০৮৩ পদ্মার এক হালি ইলিশ ১৪,৪০০ টাকায় বিক্রি ‘রংপুর বিশ্ববিদ্যালয়’ নাম পুনর্বহাল চান রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাংবাদিক তুরাব হত্যা : পুলিশ কনস্টেবলের ৫ দিনের রিমান্ড ঋণ জালিয়াতি অনুসন্ধানে বাংলাদেশ ব্যাংকের ১৩ কর্মকর্তাকে তলব

সকল