ঢাকা-সিলেট মহাসড়কে বাস উল্টে নিহত ১
- সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
- ১৮ নভেম্বর ২০২৪, ১৩:০৮
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মামুন স্পেশাল পরিবহনের একটি বাস উল্টে গোপীকান্ত ঘোষ (৩০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এতে আরো দু’জন আহত হয়েছেন।
সোমবার ভোর রাতে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ভৈষামুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
গোপীকান্ত ঘোষনড়াইল জেলার লোহাগড়া উপজেলার লুটিয়া গ্রামের গোবিন্দ ঘোষের ছেলে।
জানা গেছে, সোমবার ঢাকা থেকে সিলেটের দিকে যাচ্ছিল মামুন স্পেশাল পরিবহন নামে একটি বাস। পথে সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ভৈষামুড়া এলাকায় পৌঁছলে বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ঢাকা-সিলেট মহাসড়কের ওপরে উল্টে পড়ে যায়। এতে গাড়িতে থাকা তিনজনের মধ্যে একজন গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সরাইল খাঁটি হাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মারগুব তৌহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাস উল্টে এক যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনার পরই বাসচালক ও তার সহযোগী (হেলপার) পালিয়ে গেছেন।
তিনি বলেন, বাস গাড়িটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা