নাঙ্গলকোটে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
- নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা
- ১৭ নভেম্বর ২০২৪, ১৬:২৪
কুমিল্লার নাঙ্গলকোটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল মোতালিব (৩০) সজল নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
রোববার (১৭ নভেম্বর) পৌনে ২টারদিকে বৈদ্যুতিকমোটর দিয়ে বাড়ির পাশের ডোবা থেকে পানি সেচ দিয়ে মাছ ধরতে গিয়ে এ ঘটনা ঘটে।
সজল উপজেলার পেড়িয়া ইউনিয়নের মুন্সিরকলমিয়া গ্রামের দুবাই প্রবাসী মফিজুর রহমানের ছেলে বলে জানা গেছে। তিনি পেড়িয়া ইউনিয়ন ছাত্রশিবিরের সাবেক সভাপতি ছিলেন। স্থানীয় বাঙ্গড্ডা বাজারে মায়া কসমেটিকস নামে তার একটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে বলেও জানা গেছে।
নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে ফজলুল হক জানান, ঘটনাটি আমার জানা নেই।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সজিব তার বাড়ির পাশের একটি ডোবা থেকে পানি সেচ দিয়ে মাছ ধরার জন্য পাশের ছালেহার বাড়ি থেকে বৈদ্যুতিক তার দিয়ে বৈদ্যুতিকমোটরে বিদ্যুৎ সংযোগ দেয়। একপর্যায়ে পানি সেচ দেয়া অবস্থায় অসাবধানতাবশত সজিব বিদ্যুৎস্পৃষ্ট হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় এলাকাবাসী ও তার পরিবারের সদস্যরা সজিবকে উদ্ধার করে। পরে লাকসামের একটি প্রাইভেট হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা