১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ন ১৪৩০, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

উপদেষ্টা ফারুকীকে অপসারণের দাবি হেফাজতে ইসলামের

ফারুকীকে অপসারণের দাবি জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদ্রিস নদভী - ছবি : নয়া দিগন্ত

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরওয়ার ফারুকীকে অপসারণের দাবি জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদ্রিস নদভী। তিনি বলেন, ফারুকী একজন শাহবাগী নাস্তিক্যবাদীদের দোসর।

শনিবার (১৬ নভেম্বর) দুপুরে পটিয়া পৌরসদরের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে হেফাজতে ইসলাম আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ দাবি জানান তিনি।

মীর ইদ্রিস নদভী বলেন, ‘হেফাজতে ইসলামের মরহুম আমির শাহ আহমদ শফীকে ব্যঙ্গ করে চরম ধৃষ্টতা দেখিয়েছেন ফারুকী। তিনি পতিত আওয়ামী সরকারেরও দোসর ছিলেন।’

হেফাজতে ইসলাম বাংলাদেশ পটিয়া উপজেলার নেতা মাওলানা আতাউল্লাহ আল হোসাইনীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইন রব্বানী, মাওলানা মোস্তাক আহমদ, মাওলানা হাবিবুল্লাহ চৌধুরী, নুরুল ইসলাম জিহাদী, মাওলানা দ্বীন মুহাম্মদ রব্বানী, মাওলানা আক্তারুজ্জামান, মাওলানা নাছির উদ্দিন, মাওলানা আজগর আলী, মাওলানা আবু সুফিয়ান, মাওলানা ফয়জুল্লাহ চৌধুরী প্রমুখ।

পরে পটিয়া উপজেলা ও পৌরসভা আহ্বায়ক কমিটি ঘোষণা করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদ্রিস নদভী। এতে মাওলানা আতাউল্লাহ আল হোসাইনীকে আহ্বায়ক ও মাওলানা মোস্তাক আহমদকে সদস্য সচিব করে ১০১ জনের উপজেলা কমিটি এবং মাওলানা মাহমুদ উল্লাহ জমিরাবাদীকে আহ্বায়ক ও নুরুল ইসলাম জিহাদীকে সদস্য সচিব করে ১০১ জনের পৃথক দু’ ইউনিটের কমিটি ঘোষণা করা হয়।


আরো সংবাদ



premium cement

সকল