১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ন ১৪৩০, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

‘দেশকে কল্যাণ রাষ্ট্র করতে জনগণের নেতা হতে হবে’

ফেনী শহর শাখার রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কে এম সামছুদ্দীন - ছবি : নয়া দিগন্ত

দেশকে কল্যাণ রাষ্ট্র করতে জনগণের নেতা হতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনীর সাবেক জেলা আমির এ কে এম সামছুদ্দীন। তিনি বলেন, জনগণকে জামায়াতের পক্ষে আনতে হবে।

শনিবার (১৬ নভেম্বর) জামায়াতে ইসলামী ফেনী শহর শাখার রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ কে এম সামছুদ্দীন বলেন, ‘সাতকানিয়া, সাতক্ষীরা, চাপাইনবাবগঞ্জে জনগণ জামায়াতের পক্ষে রয়েছে। তাহলে ফেনীতে কেন সম্ভব হবে না? অতীতে ফেনী শহরে একজন মেয়র-কাউন্সিলর প্রার্থী দিতে পারিনি। ওই লক্ষ্যে পৌঁছার জন্য ওয়ার্ড পর্যায়ে পরিকল্পনার আলোকে কাজ করতে হবে। আগামীতে জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনের প্রতিটি স্তরে প্রার্থী প্রস্তুত করতে হবে। তারা যেন বিজয়ী হতে পারে সেজন্য পর্যাপ্ত সময় দিতে হবে। পাশাপাশি রুকনদের ব্যক্তিগত মান আরো বাড়ানোর প্রতি গুরুত্বারোপ করেন তিনি।’

সম্মেলনের বিশেষ অতিথি কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা আমির মুফতি আবদুল হান্নান বলেন, ‘আগামী দিনে জনগণের নেতা নির্বাচন করতে রুকনদের সাহসী ভূমিকা রাখতে হবে। প্রত্যেক ওয়ার্ডে জনপ্রতিনিধি নির্বাচিত করার পরিকল্পনা নিন।’

তিনি বলেন, ‘জাতীয় নেতারা বিশেষ করে মাওলানা মতিউর রহমান নিজামী, আলী আহসান মুহাম্মদ মুজাহিদ, কামরুজ্জামান, আবদুল কাদের মোল্লা, মীর কাসেম আলী সাংগঠনিক ময়দানের পাশাপাশি রাজনৈতিক ময়দানে বলিষ্ঠ ভূমিকা রাখতেন। উনাদের ভূমিকা প্রশংসনীয় ছিল। রুকনদের উনাদের মতো হওয়া উচিত।’

তিনি আরো বলেন, ‘ফেনী শহরের সংগঠনকে মজবুত ও গতিশীল তথা গণমানুষের সংগঠনে পরিণত করতে হবে।’

এছাড়াও সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন নায়েবে আমির আবু ইউসুফ।

সম্মেলনে শহর আমির মুহাম্মদ ইলিয়াছের সভাপতি ও সেক্রেটারি ইঞ্জিনিয়ার নজরুল ইসলামের পরিচালনায় আরো বক্তব্য রাখেন শহর সাবেক নায়েবে আমির অধ্যাপক নজরুল ইসলাম, ফুলগাজী উপজেলা আমির জামাল উদ্দিন, ইসলামী ছাত্রশিবিরের শহর সভাপতি শরীফুল ইসলাম, জেলা সভাপতি ইমাম হোসাইন প্রমুখ।


আরো সংবাদ



premium cement