১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ন ১৪৩০, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ফেনীতে ছাত্রশিবিরের সিরাত পাঠ প্রতিযোগিতায় ৭০ শিক্ষার্থী পুরস্কৃত

৭০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করেছে ইসলামী ছাত্রশিবির - ছবি : নয়া দিগন্ত

ফেনীতে সিরাত প্রতিযোগিতায় বিজয়ী ৭০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করেছে ইসলামী ছাত্রশিবির।

শুক্রবার (১৫ নভেম্বর) শহরের দারুল ইসলাম সোসাইটি মিলনায়তনে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও সোনাগাজী-দাগনভূঞা উন্নয়ন পরিষদ চেয়ারম্যান ডা. ফখরুদ্দিন মানিক।

প্রধান বক্তা ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঞা।

ছাত্রশিবিরের শহর সভাপতি মো: শরীফুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি ওমর ফারুকের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর জেলা আমির মুফতি আবদুল হান্নান, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের শূরা সদস্য মেজবাহ উদ্দিন সাঈদ, শিবিরের ফেনী শহর শাখার সাবেক সভাপতি নুরুল আবছার।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবিরের ফেনী শহর অফিস সম্পাদক শফিকুল ইসলাম, অর্থ সম্পাদক মেশকাত উদ্দিন, সাহিত্য সম্পাদক মোহাম্মদ ইউনুস প্রমুখ।

ডা. ফখরুদ্দীন মানিক বলেন, ‘দেশকে পরিচালিত করতে হবে কোরআন দিয়ে। তাই বেশি বেশি সিরাত পাঠ করে নবীর আদর্শ নিজের মধ্যে বাস্তবায়ন করতে হবে। রাসূলের আগমন হয়েছিল শান্তি প্রতিষ্ঠা করার জন্য। মানবতা, দয়া, কোমলতা, শৃঙ্খলা, নম্রতা এবং ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করতে।’

অধ্যাপক লিয়াকত আলী ভূইয়া বলেন, ‘আদর্শ চরিত্র অর্জন করতে হলে রাসূলকে জানতে হবে। রাসূল ছিলেন এক মহামানব। তিনি সব বিষয়ে আমাদের গাইড লাইন দিয়েছেন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মুক্তির পথ আমাদের শিক্ষা দিয়েছেন।’

ছাত্রশিবিরের ফেনী শহর সেক্রেটারি ওমর ফারুক জানান, ‘গত ১২ অক্টোবর ফেনী আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসা, শাহীন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ ও ফাজিলপুর ওয়ালিয়া কামিল মাদরাসায় সিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন স্কুল ও মাদরাসার সাড়ে ছয় হাজার শিক্ষার্থী অংশ নিয়েছিলেন। এদের মধ্যে প্রথম স্থান অর্জনকারী মাদরাসাতুল হিদায়ার শিক্ষার্থী নাবিলুর রহমান নাফিজকে প্রাইজমানি ১০ হাজার, দ্বিতীয় স্থান অর্জনকারী ফেনী সরকারি কলেজের মুনতাসির তাসনিম সামিকে সাত হাজার ও আল-জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসার খাদিজা আক্তারকে পাঁচ হাজার টাকা দেয়া হয়। এছাড়াও ৩০ জনকে ক্রেস্ট, সনদ, বই ও নগদ অর্থসহ মোট ৭০ জনকে পুরস্কৃত করা হয়।’


আরো সংবাদ



premium cement