সোনাগাজীতে উপজেলা যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার
- সোনাগাজী (ফেনী) সংবাদদাতা
- ১৪ নভেম্বর ২০২৪, ২৩:৩২
সোনাগাজী উপজেলার সোনাগাজী সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুব মহিলা লীগের মহিলাবিষয়ক সম্পাদক উম্মে রুমাকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরের দিকে সোনাগাজী উপজেলা পরিষদের ভেতর থেকে সোনগাজী থানা পুলিশ তাকে গ্রেফতার করে। পরে তাকে ফেনী থানায় হস্তান্তর করা হয়।
জানা গেছে, বিগত সরকারের আমলে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফেনী-২ আসনের এমপি ও ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম হাজারীর ঘনিষ্টজন পরিচয়ে প্রভাব খাটিয়ে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। গত ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক থাকায় তার ইউপি চেয়ারম্যানের দায়িত্ব বাতিল করে উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসানের কাছে হস্তান্তর করা হয়। পরে তিনি পলাতক নন বলে জানানোর জন্য উপজেলা কার্যালয়ে এলে সেখান থেকে পুলিশ তাকে গ্রেফতার করেন। উম্মে রুমা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য রফিকুল ইসলামের স্ত্রী বলে জানা গেছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা জানান, ‘যুব মহিলা লীগ নেত্রীকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় গ্রেফতার দেখিয়ে কোটে পাঠানো হয়েছে।’