২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

কুমিল্লায় এইচএসসির পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন ৩৩১ জনের

জিপিএ-৫ পেল ৩৬ জন
কুমিল্লা শিক্ষাবোর্ডে ফল পরিবর্তন হয়েছে ৩৩১ জনের - ছবি : সংগৃহীত

২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় ফলাফল পুনর্নিরীক্ষণে কুমিল্লা শিক্ষাবোর্ডে ফল পরিবর্তন হয়েছে ৩৩১ জনের। এর মধ্যে অকৃতকার্য থেকে কৃতকার্য হয়েছেন ৯৩ জন। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৩৬ জন। অন্যান্য গ্রেডে পরিবর্তন হয়েছে ২০২ জনের ফল।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কুমিল্লার ওয়েবসাইটে এ পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হয়েছে বলে শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে।

শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, গত ১৫ অক্টোবর এইচএসসি-২০২৪ সালের ফল প্রকাশ হয়। এর আগে, ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন গ্রহণ করা হয় ১৬ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত। পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেন ২১ হাজার ৬১৪ জন পরীক্ষার্থী। এসব পরীক্ষার্থীদের মোট ৫৮ হাজার ৮২৬টি উত্তরপত্র নিরীক্ষণ করা হয়েছে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. আসাদুজ্জামান জানান, ‘বোর্ডের নিয়ম মতো আবেদন গ্রহণ এবং পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণ করা হয়েছে। ২০২৪ সালের ফলাফলের পুনর্নিরীক্ষণের ফলাফল আমরা ওয়েবসাইটে প্রকাশ করেছি। এতে অনেক শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।’


আরো সংবাদ



premium cement