০২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩০, ১৯ জমাদিউস সানি ১৪৪৫
`

দেবিদ্বারে পৃথক স্থান থেকে ২ লাশ উদ্ধার

সহিদুল্লাহ সরকার (৬০) ও মিজানুর রহমান (৬৬) নামে দু’জনের লাশ উদ্ধার - ছবি : নয়া দিগন্ত

কুমিল্লার দেবিদ্বার থেকে সহিদুল্লাহ সরকার (৬০) ও মিজানুর রহমান (৬৬) নামে দু’জনের লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) উপজেলার পৌর এলাকার পুকুর ও ইউছুফপুর ইউনিয়নের একটি খাল থেকে এ লাশ দু’টি উদ্ধার করে পুলিশ।

সহিদুল্লাহ সরকার দেবীদ্বার পৌর এলাকার বারেরা হেলাল গাজী সরকার বাড়ির মরহুম জব্বার আলী সরকারের ছেলে ও মিজানুর রহমান মুরাদনগর উপজেলার হীরাপুর গ্রামের মরহুম মতিউর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ‘চা খেতে বের হওয়ার দু’ দিন পর আজ সকাল ৬টায় বাড়ির পাশের পুকুরে সহিদুল্লাহ সরকারের এবং বাড়ি থেকে বের হওয়ার এক দিন পর সকাল ১১টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলার ইউছুফপুর এলাকায় ব্রিজের নিচ থেকে মিজানুর রহমানের লাশ পাওয়া গেছে।’

সহিদুল্লাহ সরকারের স্বজনরা জানান, গত সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যার পর নাস্তা খেয়ে নবার বাড়ি নজরুলের দোকানে চা খেতে ও আড্ডা দিতে যান। গায়ে জ্বর থাকায় রাত ১০টায় ওখানে তিনি মাথা ঘুরে পড়ে যান। স্থানীয়রা মাথায় পানি ঢেলে প্রাথমিক সেবা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন। বাড়িতে রাত ১০ টার পরও না ফেরায় তার ছেলের স্ত্রী বিলকিস আক্তার খুঁজতে থাকেন। পরদিন মঙ্গলবার (১২ নভেম্বর) সারা দিন আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশীদের সাথে নিয়ে খোঁজাখুঁজির করে কোথাও তার সন্ধান পায় না। বুধবার (১৩ নভেম্বর) ভোর ৬টায় সরকার বাড়ির আলীম সরকারের স্ত্রী তাহমিনা আক্তার ও তার স্বামী আলীম সরকার পুকুরে সহিদুল্লাহ সরকারের লাশ দেখতে পান।

অপর ঘটনায় মিজানুর রহমানের ভাই মো: বিল্লাল হোসেন ও আলাউদ্দিন জানান, বুধবার দুপুরে ইউছুফপুর এলাকায় ব্রিজের নিচ থেকে মিজানুর রহমানের লাশ আমরা শনাক্ত করেছি।’

এ ব্যাপারে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ খালেদ সাইফুল্লাহ জানান, ‘পুকুরে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া লাশ এবং ব্রিজের নিচে পাওয়া বৃদ্ধের পরিচয় পাওয়া গেছে। উভয়ের মৃত্যুর বিষয়ে নিয়ে পরিবারের কোনো অভিযোগ না থাকলেও দু’ ব্যক্তির মৃত্যু প্রাথমিকভাবে রহস্যজনক মনে হওয়ায় ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ওই ঘটনায় দেবিদ্বার থানায় পৃথক দু’টি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।’


আরো সংবাদ



premium cement