চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
- পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা
- ১৩ নভেম্বর ২০২৪, ১৭:২২
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সঞ্চালন লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ সাকিব (২৭) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার পৌর সদরে ৫ নম্বর ফিডার এলাকায় এ ঘটনা ঘটে।
শ্রমিক সাকিব কক্সবাজার জেলার রামু চৌমনী এলাকার আব্দুল মান্নানের ছেলে।
চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বোয়ালখালী জোনাল অফিসের প্রকৌশলী শ ম মিজানুর রহমান নয়া দিগন্তকে বলেন, ‘পৌর সদরে ২২০ ভোল্টের সঞ্চালন লাইনে কাজ করার সময় সাকিব নামে ওই শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে বোয়ালখালী হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক গোলাম সারোয়ার নয়া দিগন্তকে বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।’