২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩০, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আখাউড়ায় আলোচিত ঠিকাদার সোহেল রানা গ্রেফতার

গ্রেফতার সোহেল রানা - ছবি : নয়া দিগন্ত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আলোচিত ঠিকাদার উপজেলা যুবলীগের সদস্য শেখ মো: সোহেল রানাকে (৪৬) গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে আখাউড়া থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার ভোররাতে আখাউড়া পৌরসভার দেবগ্রামে অভিযান পরিচালনা করে সোহেল রানাকে গ্রেফতার করা হয়। তিনি বিস্ফোরক মামলায় তদন্তে প্রমানিত অপরাধী।

এলাকায় অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের সময় সব সরকারি অফিস ও রাস্তাঘাটের ঠিকাদারি ব্যবসা নিয়ন্ত্রণ করতেন তিনি। আইনমন্ত্রীর ঘনিষ্ঠ সহচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র তাকজিল খলিফা কাজল বাহিনীর সদস্য ছিলেন তিনি।

জানা গেছে, এক সময় শেখ সোহেল রানা ছিলেন বিএনপিতে। আনিসুল হক আইনমন্ত্রী হওয়ার পর রাতারাতি তিনি আওয়ামী লীগ হয়ে যান। সাবেক আইনমন্ত্রী ও মেয়রের নিজস্ব ঠিকাদার হিসাবে তিনি আত্মপ্রকাশ করেন। আওয়ামী শাসনে শুরু হয় তার ঠিকাদারি বাণিজ্য। মেয়র কাজলের সহযোগীতায় প্রকাশ্যে তিনি নিজের পেরেন্টস নামে ঠিকাদারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন লাইসেন্সের নাম দিয়ে পৌরসভা ও উপজেলার সব সরকারি কাজ ভাগিয়ে নিয়ে যেতেন।

পরে এসব কাজের কিছু নিজে করেন আর কিছু কাজ অন্যকে দিয়ে করিয়ে ঠিকাদারি কাজে রাজত্ব গড়ে তুলেন। নিম্নমানের মালামাল দিয়ে নামমাত্র কাজ করে কোটি কোটি টাকা হাতিয়ে নিতেন। কাজের টাকা ভাগাভাগি করে নিতেন মেয়রের সাথে। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও মেয়রকে দিয়ে বেআইনিভাবে আখাউড়া শহীদ স্মৃতি ডিগ্রি কলেজে পার্ট টাইম শিক্ষক থেকে তার স্ত্রী ফয়েজুন নেছা লিজাকে প্রভাষক হিসাবে যোগ দেন। পর পর দু’বার কাজলের মেয়র নির্বাচনে তিনি ভোট কেন্দ্র দখল করার মতো অপরাধের মূল হোতা ছিলেন বলে জানা গেছে।

আখাউড়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ আবুল হাসিম জানায়, গ্রেফতার করে তাকে আদালতে পাঠানো হয়েছে।


আরো সংবাদ



premium cement