২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩০, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ

চেয়ারম্যানসহ সকল সদস্যদের বাতিলের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাসহ সকল সদস্যদের বাতিলের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম - ছবি : নয়া দিগন্ত

খাগড়াছড়িতে সদ্য নিয়োগ পাওয়া অন্তর্বর্তী জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাসহ সকল সদস্যদের বাতিলের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে পার্বত্য খাগড়াছড়ির সর্বস্তরের ছাত্র-জনতা।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবে ছাত্র-জনতার ব্যানারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ আল্টিমেটাম দেয়া হয়।

এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন গুইমারা উপজেলার সাবেক চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা।

আওয়ামী লীগের দোসর আখ্যায়িত করে নবনিযুক্ত চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাসহ পরিষদকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বাতিল করা না হলে খাগড়াছড়ি জেলা পরিষদ ঘেরাও, হরতাল অবরোধসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেয়া হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উশ্যেপ্রু বলেন, ‘জিরুনা ত্রিপুরা সাবেক এমপি কুজেন্দ্রলাল ত্রিপুরার অনুগত নেত্রী ছিলেন। তার স্বামী একজন আওয়ামী নেতা। এমনকি কেন্দ্রীয় আওয়ামী নেতাদের সাথে তার নিয়মিত যোগাযোগ, আওয়ামী নেতা ওবায়দুল কাদেরকে ফুল দেয়া, সাবেক মন্ত্রী দীপু মনিকে বরণ করে নেয়াসহ মহিলা এমপি হওয়ার জন্য তিনি আওয়ামী লীগ কেন্দ্রীয় অফিস থেকে নমিনেশন ফরম সংগ্রহ করেছিলেন। এরকম ব্যক্তি জেলা পরিষদে নিয়োগ পাওয়া মানে পতিত আওয়ামী নেতাদের দুর্নীতিকে প্রশ্রয় দেয়ার সুযোগ দেয়া এবং তাদের অবৈধ ও অসমাপ্ত কাজের সহযোগিতা করা। ফলে আওয়ামী লীগ নেত্রী চেয়ারম্যান হওয়ায় সাধারণ জনগণ ক্ষুব্ধ। ছাত্র-জনতার আন্দোলনের চেতনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আওয়ামী লীগের দোসরকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে বলেও তিনি লিখিত বক্তব্যে তুলে ধরেন।’

লিখিত বক্তব্যে আরো বলা হয়, ‘চেয়ারম্যান ব্যতীত জেলা পরিষদের বাকি সদস্যদেরকেও অসামঞ্জস্যপূর্ণভাবে নিয়োগ দেয়া হয়েছে। ত্রিপুরা জনগোষ্ঠী থেকে পাঁচজন দিলেও চাকমা জনগোষ্ঠী থেকে তিনজন নিয়োগ দেয়া হয়েছে। সুষম উন্নয়নের জন্য উপজেলা ভিত্তিক নিয়োগ না দেয়ায় জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়নি।’

এ সময় উপস্থিত ছিলেন ঠিকাদার বিদুর্ষী চাকমা, যুব অধিকার পরিষদের মো: ইব্রাহিম খলিল, সুমিত্রা চাকমা, সূর্য কারবারী ত্রিপুরা প্রমুখ।

সংবাদ সম্মেলন শেষে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।


আরো সংবাদ



premium cement