২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩০, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

রাঙ্গামাটি জেলা পরিষদে প্রতি উপজেলা থেকে প্রতিনিধি নিশ্চিত করার দাবি

রাঙ্গামাটিতে চার উপজেলার নাগরিক সমাজের সংবাদ সম্মেলন - ছবি : নয়া দিগন্ত

রাঙ্গামাটি জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তী পরিষদে প্রতি উপজেলা থেকে প্রতিনিধি নিশ্চিত করার দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) জেলার স্থানীয় একটি রেস্তোরায় চারটি উপজেলার নাগরিক সমাজের আয়োজনে এ সংবাদ সম্মেলন করা হয়।

এ সময় জুড়াছড়ি উপজেলাবাসীর প্রতিনিধি অ্যাডভোকেট রাজীব চাকমা লিখিত বক্তব্য পাঠ করেন।

সম্মেলনে বলা হয়, অন্তর্বর্তী রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে কাউখালী, বরকল, জুরাছড়ি ও রাজস্থলী উপজেলার কোনো প্রতিনিধি না রাখার প্রতিবাদে পুনর্গঠিত অন্তর্বর্তী পরিষদকে প্রত্যাখান করার কথা জানানো হয়েছে। এ সময় বঞ্চিত জনসাধারণের পক্ষে রাঙ্গামাটির প্রতিটি উপজেলা থেকে প্রতিনিধি নিশ্চিত করে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠনের দাবি জানানো হয়।

রাজস্থলী উপজেলাবাসীর পক্ষে অ্যাডভোকেট দীননাথ তঞ্চঙ্গ্যা, সত্য বিকাশ তঞ্চঙ্গ্যা, উথান মারমা, কাউখালী উপজেলাবাসীর পক্ষে, মো: জসিম উদ্দিন, ল‌লিত চন্দ্র চাকমা, মো: তারা মিয়া, বরকল উপজেলাবাসীর পক্ষে এমদাদ হোসেন ও পুলিন বিহারী চাকমা ও তংচংগ‌্যা সম্প্রদা‌য়ের প্রতি‌নি‌ধি রন‌জিত তংচংগা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে আরো বলা হয়, দুঃখ জনক হলেও সত্যি এই প্রথমবারের মতো জেলার গুরুত্বপূর্ণ চারটি উপজেলা কাউখালী, বরকল, জুরাছড়ি ও রাজস্থলী থেকে কোনো প্রতিনিধি না রেখে উপজেলাবাসীকে বঞ্চিত করে বৈষম্যমূলক রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হয়েছে। যার কারণে রাঙ্গামাটি জেলাব্যাপী জনগণের মধ্যে ব্যাপক হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে যাদেরকে নিয়োগ দেয়া হয়েছে বেশিরভাগ সদস্য জনবিচ্ছিন্ন এবং পতিত সরকারের সুবিধাভোগী। এমনও আছে একই পরিবারের একাধিক সদস্য (ভাবী ও দেবর) হত্যা মামলার পলাতক আসামি রয়েছে। যার ফলে বর্তমান অন্তর্বর্তী সরকারের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, নতুন বাংলাদেশ পাওয়ার পরও ফ্যাসিস্ট সরকারের দোসররা রাঙ্গামাটিতে এখনো রয়েছে। ছাত্র-জনতার আন্দোলন ও শহীদদের রক্তের সাথে বেঈমানী করে ফ্যাসিস্ট সরকারের দোসরদের নিয়ে অন্তর্বর্তী রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ গঠন করা হয়েছে। যেখানে নানিয়ারচরের একটি হত্যা মামলার পলাতক আসামিকেও সদস্য করা হয়েছে।

দেশের বিভিন্ন গণমাধ্যমে ইতোমধ্যে এসব বিষয়ে বিভিন্ন তথ্য প্রচার হয়েছে বলে উল্লেখ করে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রতিটি তথ্য উপস্থাপন করা হয়।

অন্তর্বর্তী রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্যদের নিয়োগ বাতিল করে কাউখালী, বরকল, জুড়াছড়ি ও রাজস্থলী উপজেলার প্রতিনিধি নিয়োগ দিয়ে অন্তর্বর্তী রাঙ্গামাটি জেলা পরিষদ পুনর্গঠন করে নতুনভাবে প্রজ্ঞাপন জারি করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানানো হয়।


আরো সংবাদ



premium cement