২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩০, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

‘দেশ ও জাতি গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই’

প্রধান অতিথির বক্তব্যে ড. কর্নেল অলি আহমেদ - ছবি : নয়া দিগন্ত

দেশ ও জাতি গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন লিভারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ড. কর্নেল (অবসরপ্রাপ্ত) অলি আহমেদ, বীর বিক্রম। তিনি বলেন, শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড।

সোমবার (১১ নভেম্বর) বিকেলে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমা ডিগ্রি কলেজের ছাত্র-ছাত্রী ও অবিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কর্নেল অলি বলেন, ‘আল্লাহর দরবারে সঠিকভাবে বিনয়ের সাথে কেউ যদি নামাজ আদায় করেন আল্লাহ অবশ্যই বান্দার মনোবাসনা পূর্ণ করেন।’

তিনি বলেন, ‘শিক্ষক-ছাত্র-অবিভাবকের যৌথ সমন্বয়ে একজন ভালো ছাত্র তৈরি করা সম্ভব।’

কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং কলেজ শিক্ষক মাহমুদুর রহমান ও আবুল মনছুরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় এলডিপির উপদেষ্টা পরিষদ সদস্য, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অধ্যাপক ওমর ফারুক সানি।

সমাবেশে আরো বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বর্ডির সদস্য মাহমুদ বিন কাসেম, চন্দনাইশ থানার পুলিশ পরিদর্শক ইমরান আল হোসাইন, চন্দনাইশ উপজেলা এলডিপি-এর সভাপতি মোতাহের হোসেন, চন্দনাইশ পৌরসভার সাবেক মেয়র এলডিপি নেতা আইয়ুব কুতুবী, চন্দনাইশ পৌরসভা এলডিপির সভাপতি আইনুল কবির, উপজেলা এলডিপি নেতা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম বাদশা, প্রধান শিক্ষিকা সেলিনা আকতার প্রমুখ।


আরো সংবাদ



premium cement