১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

যারা ক্ষমতায় এসেছে তারাই আমাদেরকে ব্যবহার করেছে : চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত গণসমাবেশে মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম - ছবি : নয়া দিগন্ত

যারা ক্ষমতায় এসেছে তারাই আমাদেরকে ব্যবহার করেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি বলেন, তারা ইসলামকে ক্ষতিগ্রস্ত করেছে। আমরা আর পরগাছা হয়ে থাকতে চাই না।

সোমবার (১১ নভেম্বর) বিকেলে হাতিয়া উপজেলা পরিষদ শহীদ মিনার চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত এক গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ‘ছাত্র-জনতার গণঅভ্যুথানের পর ভারত সংখ্যালঘুর ওপর নির্যাতনের কথা বলে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছে। আমরা তা করতে দেইনি। আমরা হিন্দু সম্প্রদায়কে নিরাপত্তা দিয়েছি।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার এদেশ থেকে এগার লাখ কোটি টাকা পাচার করেছে। যার বোঝা আমাদেরকে বহন করতে হচ্ছে।’

সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, জেলা দক্ষিণ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম কাউছার আহামাদ, দক্ষিণ শাখার যুব আন্দোলন সভাপতি মো: ইকবাল হোসেন, হাফেজ মাওলানা নিজাম উদ্দিন, মুহাম্মাদ আবুজর গিফারী, হাফেজ বেলাল হোসাইন ও মাওলানা নূরুল ইসলাম শরীফ প্রমুখ।


আরো সংবাদ



premium cement